চট্টগ্রামে অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত বাঁধ সেনাবাহিনীর সহায়তায় মেরামত

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার জুঁইদন্ডী ইউনিয়নে অতিবৃষ্টিতে ভেঙে যাওয়া বেড়িবাঁধ মেরামতে তাৎক্ষণিক সহায়তা করেছে সেনাবাহিনী।
আজ শুক্রবার বিকেলে বাংলাদেশ সেনাবাহিনী নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে জানায়, চট্টগ্রামের আনোয়ারা উপজেলার জুঁইদন্ডী ইউনিয়নে অতিবৃষ্টিতে এলাকার একটি বাঁধ ক্ষতিগ্রস্ত হয়। যার ফলে পুরো এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা দেখা দেয়।

আরও বলা হয়, বিষয়টি জানামাত্র আনোয়ারা সেনা ক্যাম্প থেকে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সঙ্গে নিয়ে দ্রুত বাঁধটি মেরামতের কার্যক্রম শুরু করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
যেকোনো মানবিক সহায়তায় জনগণের পাশে থাকতে বাংলাদেশ সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ বলেও পোস্টে উল্লেখ করা হয়।
উল্লেখ্য, বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১৯৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সঙ্গে ঝোড়ো হাওয়া বইছে। আর সাগরের উত্তাল ঢেউয়ে বেড়িবাঁধ ভেঙে পানি ঢুকেছে স্থলভাগে।