নিম্নচাপ চলে গেলেও প্রভাবে তছনছ কুয়াকাটা উপকূল

বঙ্গোপসাগর সৃষ্টি গভীর নিম্নচাপটি বরিশাল উপকূল অতিক্রম করলেও এর প্রভাব তাণ্ডব চালাচ্ছে সাগরপাড়ে।
বিশেষ করে কুয়াকাটা সমুদ্র সৈকত লাগোয়া স্থাপনা ভেঙে তছনছ করে দিচ্ছে, রক্ষা পাচ্ছে না ট্যুরিস্ট পুলিশ বক্সও। যেকোন সময় সমুদ্রগর্ভে বিলীন হয়ে যেতে পারে বক্সটি।
এর আগে মেরিন ড্রাইভ সড়ক বিলীন হয়ে গেছে।
শুক্রবার (৩০ মে) দুপুরে দেখা গেছে, সমুদ্রে চলমান জোয়ারের ঢেউগুলো সরাসরি এসে আছড়ে পরছে টুরিস্ট পুলিশ বক্সের ওপর। এসময় দায়িত্বরত পুলিশ সদস্যরাও সরে গিয়ে নিরাপদ আশ্রয় নিয়েছেন।
এমনকি ঢেউয়ের আঘাতে ভেঙে গিয়েছে পুলিশ বক্সের টয়লেটের ময়লা নিষ্কাশন পাইপ ও সেফটি ট্যাংক।
স্থানীয় চা দোকানী স্বপন হাওলাদার বলেন, 'আমি এখানে চা ও ডাব বিক্রি করতাম। জোয়ারের পানিতে সব ভাসিয়ে নিয়ে গেছে।'

সৈকতের ফটোগ্রাফার এরশাদ হোসেন বলেন, 'পর্যটক অথবা আমাদের মত ক্ষুদ্র ব্যবসায়ী আমরা সবাই যে কোনো সমস্যা ও সমাধানের জন্য সৈকত থেকে তাৎক্ষণিক চলে আসি টুরিস্ট পুলিশের এই বক্সটিতে। কিন্তু এই বক্সটিই যদি না থাকে, তাহলে নিরাপত্তাহীনতায় থাকবে কুয়াকাটা সৈকত।'
পর্যটক আলী হোসেন বলেন, 'কুয়াকাটা ভ্রমণে এসে নিম্নচাপের মধ্যে পড়েছি। আমি বিভিন্ন সময়ে ঝড় দেখেছি, কিন্তু এমন উত্তাল নিম্নচাপ দেখিনি। পুরো কুয়াকাটাকে তছনছ করে দিচ্ছে।'
ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিওনের পুলিশ পরিদর্শক সাখাওয়াত হোসেন তপু বলেন, 'রিজিওন অফিস কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে এক কিলোমিটার দূরে। সৈকতের পাশেই আমাদের একটি পুলিশ বক্স তৈরি করা হয়েছে পর্যটকদের নিরাপত্তার স্বার্থে। কিন্তু প্রতিনিয়ত সমুদ্রের যে আগ্রাসী রূপ আমরা দেখতে পারছি তাতে কতদিন এই পুলিশ বক্সটি টিকিয়ে রাখা যাবে তা বুঝতে পারছি না।'