দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বরিশালে দ্বিতীয় দিনের মতো অভ্যন্তরীণ লঞ্চ চলাচল বন্ধ

উত্তাল আবহাওয়ার কারণে বরিশালে অভ্যন্তরীণ নৌ রুটে লঞ্চ চলাচল টানা দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে আজ (৩০ মে)। বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে এই অবস্থার সৃষ্টি হয়েছে।
তবে ঢাকা-বরিশাল দীর্ঘপথের লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন বরিশাল নদীবন্দর কর্তৃপক্ষের কর্মকর্তা সেলিম রেজা।
তিনি জানান, আবহাওয়া সতর্কতা এবং নদীতে উচ্চ ঢেউয়ের কারণে অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া অনুকূলে এলে চলাচল পুনরায় শুরু হবে।
এদিকে বরিশাল আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ পর্যবেক্ষক আনিসুর রহমান জানান, গতকাল (২৯ মে) গভীর রাতে নিম্নচাপ উপকূল অতিক্রম করলেও এর প্রভাব আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ফলে বরিশালের বিভিন্ন এলাকায় এখনও ভারী বৃষ্টি হচ্ছে।
নদীবন্দরগুলোকে ২ নম্বর সতর্ক সংকেত এবং সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে বলে জানান তিনি।
আনিসুর আরও জানান, গতকাল সকাল থেকে আজ সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ১২০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, আগামী এক-দুই দিনের মধ্যে আবহাওয়া স্বাভাবিক হতে শুরু করবে।
বরিশাল পানি উন্নয়ন বোর্ডের হাইড্রোগ্রাফি বিভাগের উপসহকারী প্রকৌশলী তাজুল ইসলাম জানান, বিভাগের সাতটি গুরুত্বপূর্ণ নদীপয়েন্টে গত দুই দিনে পানি বিপদসীমা অতিক্রম করলেও আজ সকাল থেকে সব নদীতে পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
তিনি আরও বলেন, ১৯টি পর্যবেক্ষণ পয়েন্ট পর্যালোচনা করে দেখা গেছে, সব নদীর পানি এখন স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে।