সেমিনারে অংশগ্রহণকারীদের সম্মানী বাড়ল

সরকারের পরিচালন বাজেটের আওতায় আয়োজিত সেমিনার ও কর্মশালার খাতভিত্তিক সম্মানীর হার পুনর্নির্ধারণ করা হয়েছে। সাত বছর পর এই সম্মানীর হার বাড়িয়ে গত ২৭ মে অফিস আদেশ জারি করেছে অর্থ বিভাগ।
আগামী ১ জুলাই থেকে সম্মানীর এই নতুন হার কার্যকর হবে।
নতুন হারে সেমিনার বা কর্মশালা উপস্থাপনের সম্মানী সাড়ে ৩ হাজার টাকা থেকে বাড়িয়ে সাড়ে ৪ হাজার টাকা করা হয়েছে। আর সঞ্চালনের সম্মানী ৩ হাজার টাকা থেকে বাড়িয়ে ৪ হাজার টাকা করা হয়েছে।
এ ছাড়া সেমিনার বা কর্মশালায় সহায়ক কর্মচারীর সম্মানী দেড় হাজার টাকা থেকে বাড়িয়ে দুই হাজার টাকা এবং আলোচকের সম্মানী আড়াই হাজার টাকা থেকে বাড়িয়ে ৪ হাজার টাকা করা হয়েছে। সহায়ক কর্মচারী ও আলোচক হিসেবে সর্বোচ্চ তিনজনকে এই সম্মানী দেওয়া যাবে।
এর বাইরে র্যাপোটিয়ারের (প্রতিবেদক) সম্মানী দুই হাজার টাকা থেকে বাড়িয়ে আড়াই হাজার টাকা করা হয়েছে। সর্বোচ্চ দুজনকে এই সম্মানী দেওয়া যাবে। এ ছাড়া সেমিনার বা কর্মশালায় অংশগ্রহণকারীদের সম্মানী এক হাজার টাকা থেকে বাড়িয়ে দুই হাজার টাকা করা হয়েছে।
অর্থের প্রাপ্যতা নিশ্চিত হয়ে এই সম্মানী দেওয়ার নির্দেশনা দিয়েছে অর্থ বিভাগ। সবশেষ ২০১৮ সালের ৭ জুন সরকার সেমিনার বা কর্মশালার খাতভিত্তিক সম্মানীর হার নির্ধারণ করেছিল। সাত বছর পর সেমিনার বা কর্মশালার খাতভিত্তিক সম্মানীর হার বাড়াল সরকার।