দেশজুড়ে মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টির পূর্বাভাস

দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ইতোমধ্যে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, এটি আরও বিস্তৃত হওয়ার উপযোগী পরিবেশ বিদ্যমান। পাশাপাশি, চলতি মাসের ২৭ তারিখের মধ্যে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যা দেশের সামগ্রিক আবহাওয়ায় পরিবর্তন আনতে পারে।
সোমবার (২৬ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ুর প্রভাবে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় জায়গায় বৃষ্টিপাত হতে পারে। এছাড়া ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেইসঙ্গে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।
এতে আরও বলা হয়েছে, এদিন সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
এ ছাড়া, রাজধানী ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকার সকাল ৭টা থেকে পরের ৬ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আজ (সোমবার) ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকলেও সারাদিন আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
একই সঙ্গে দক্ষিণ-পশ্চিম বা দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। এ সময় দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
আবহাওয়াবিদদের ভাষ্যে, মৌসুমি বায়ুর অগ্রগতির প্রভাবে আগামী দিনগুলোতে আবহাওয়ায় পরিবর্তন আসতে পারে, তবে আজকের জন্য ঢাকার পরিবেশ তুলনামূলকভাবে শুষ্ক ও স্থির থাকবে।