ইশরাককে ২৪ ঘণ্টার মধ্যে মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

আগামী ২৪ ঘণ্টার মধ্যে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ না পড়ালে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তার সমর্থকেরা।
আজ সোমবার বেলা দেড়টার দিকে নগর ভবনের গেটে 'অবস্থান কর্মসূচি' থেকে আন্দোলনরত 'ঢাকাবাসী'র প্রধান সমন্বয়ক সাবেক সচিব মশিউর রহমান এই ঘোষণা দেন।
মশিউর রহমান সাংবাদিকদের বলেন, 'আমরা ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছিলাম, যার ২৪ ঘণ্টা শেষ হয়েছে। কিন্তু দাবি মেনে নেওয়া হয়নি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে যদি প্রকৌশলী ইশরাক হোসেনকে মেয়রের শপথ পড়ানো না হয়, তাহলে আবার কঠিন থেকে কঠিনতর আন্দোলনে নামব। আন্দোলনের মাধ্যমে ঢাকাবাসী তাকে মেয়রের পদে বসাবে।'
তিনি আরও বলেন, 'বিক্ষোভ শান্তিপূর্ণভাবে চলবে। প্রয়োজনীয় পরিষেবা চালু থাকবে। জরুরি নাগরিকসেবা যেন ব্যাহত না হয়, তা নিশ্চিত করা হবে।'
একই দাবিতে কর্মচারী ইউনিয়নের কর্মবিরতি
এর আগে একই দাবিতে আজ সকাল ১০টা থেকে নগর ভবনে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি শুরু করেন সিটি করপোরেশনের কর্মচারী ইউনিয়নের নেতা-কর্মীরা। এ সময় তারা স্লোগান দিতে থাকেন—'মেয়র ছাড়া নগর ভবন চলতে পারে না।'
ইউনিয়নের সদস্য রহিম মিয়া বলেন, 'ইতিমধ্যে আদালতের রায়ে ইশরাক হোসেন মেয়র নির্বাচিত হয়েছেন। তারপরও তাকে শপথ পড়াতে গড়িমসি করা হচ্ছে।'
তিনি আরও বলেন, 'দাবি মোদের একটাই—মেয়র ছাড়া অফিস নেই।'
সকাল ১১ টা ৪৫ মিনিটে সরেজমিনে দেখা যায়, ৫০ থেকে ৬০ জন কর্মচারী নগর ভবনে উপস্থিত থেকে অবস্থান কর্মসূচি পালন করছেন।
মুরাদ হোসেন নামে একজন কর্মচারী বলেন, 'আমাদের আন্দোলনে ঢাকাবাসীর কোন ধরনের ভোগান্তি হচ্ছে না। ভোগান্তি তখনই হতো যখন আমরা ময়লা পরিষ্কার বন্ধ করে দিতাম। আমরা নিয়মিত ময়লা নিষ্কাশন করছি।'
পরিবাগ সুপার মার্কেট মালিক সমিতির কর্মীবৃন্দ দুপুর ১২টার দিকে ত্রিশজনের একটি মিছিল নিয়ে ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচিতে যোগ দেন।
এসময় তারা উপদেষ্টা আসিফ মাহমুদকে কে নিয়ে স্লোগান দেন এবং তার পদত্যাগ দাবি করেন।
গত ২২ মে ইশরাক হোসেনকে ডিএসসিসির মেয়র ঘোষণা করে নির্বাচন কমিশনের দেওয়া গেজেটের বৈধতা নিয়ে এবং তাকে শপথ পড়ানো থেকে বিরত থাকার নির্দেশনা চেয়ে করা রিট খারিজ করে দেন হাইকোর্ট।
হাইকোর্ট রিট খারিজ করার ফলে আগামী ২৬ মে-র মধ্যে ইশরাককে শপথ না পড়ালে আদালত অবমাননা হবে বলে উল্লেখ করেছেন তার আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
এর আগে, ইশরাককে মেয়রের শপথ পড়ানোর দাবিতে টানা নগর ভবনের পাশাপাশি মৎস্য ভবন মোড় ও কাকরাইলে অবস্থান কর্মসূচি পালন করেন ইশরাক সমর্থক ও বিএনপি নেতা-কর্মীরা।
২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র নির্বাচন। তাতে বিজয়ী ঘোষণা করা হয় আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপসকে।
ওই নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে ফলাফল বাতিল চেয়ে ২০২০ সালের ৩ মার্চ মামলা করেন ইশরাক হোসেন।
২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের সব সিটি করপোরেশনের মেয়রদের অপসারণ করা হয়। এরপর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন অতিরিক্ত সচিব শাহজাহান মিয়া।
এর মধ্যে চলতি বছরের ২৭ মার্চ ইশরাকের করা মামলায় রায় দেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল। ওই রায়ে তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে ইশরাককে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ঘোষণা করা হয়।
আদালতের রায়ের পর ২৭ এপ্রিল গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।