ড. ইউনূস ২০২৬ এর ৩০ জুনের পর একদিনও ক্ষমতায় থাকবেন না: প্রেস সচিব

প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস ৩০ জুন ২০২৬-এর পর একদিনের জন্যও ক্ষমতায় থাকবেন না বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম।
আজ (২৫ মে) ১৭টি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে ইউনুসের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
শফিকুল জানান, বৈঠকে প্রধান উপদেষ্টা রাজনৈতিক নেতাদের বলেন, 'আমরা এখন এক প্রকার যুদ্ধাবস্থায় রয়েছি।'
তিনি আরও বলেন, 'আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর কিছু মানুষ মেনে নিতে পারছে না। দেশ ও দেশের বাইরে থেকে আমাদের আবারও পরাধীনতার দিকে ঠেলে দেওয়ার ষড়যন্ত্র চলছে।'
প্রধান উপদেষ্টার উদ্ধৃতি দিয়ে শফিকুল বলেন, 'আমি এমন কোনো কাজের অংশ হব না, যা দেশের ক্ষতি বয়ে আনে। যদি আমি সুষ্ঠু নির্বাচন করতে না পারি, তবে অনুশোচনায় ভুগব।'