আগামীকাল সংস্কারের পক্ষে থাকা রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

দেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে বেশকিছু রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আগামীকাল শনিবার (২৪ মে) তার সরকারি বাসভবন যমুনায় এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হবে বলে রাজনৈতিক দলগুলোর সূত্রে জানা গেছে।
জুলাই অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে যারা গণতন্ত্র পুনরুদ্ধার ও সংস্কারের পক্ষে অবস্থান নিয়েছেন, এমন সব রাজনৈতিক দলের একজন করে প্রতিনিধিকে এই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে।
এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক নাসরিন সুলতানা মিলি টিবিএসকে বলেন, "প্রধান উপদেষ্টার দপ্তর থেকে আমাদের আমন্ত্রণ জানানো হয়েছে। আমরা বৈঠকে অংশগ্রহণ করব।"
তিনি আরও বলেন, "এখন আমাদের সকলের ঐক্য ধরে রাখতে হবে। নিজেদের মধ্যে টানাহেঁচড়া করে কোনো বিভাজনে গেলে, একমাত্র ফ্যাসিস্টই লাভবান হবে। যারা জুলাই অভ্যুত্থানের পক্ষের শক্তি, তারা যদি একে অপরের বিরুদ্ধে ছোট ছোট সুযোগ-সুবিধার পেছনে ছুটে বিভক্ত হয়ে পড়ে, তাহলে বৃহত্তর লক্ষ্য ব্যাহত হবে।"
তিনি বলেন, "আমরা চাই, এই সরকার সংস্কারের কাজগুলো সঠিকভাবে বাস্তবায়ন করুক। তাহলেই একটি গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব। অন্যথায়, জুলাইয়ের পর যেকোনো নির্বাচনই জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না।"
নাসরিন সুলতানা আরও বলেন, "নিজ নিজ ক্ষুদ্র স্বার্থ বা দলীয় সুবিধার চেয়ে বড় ঐক্যকে গুরুত্ব দিতে হবে। তাহলেই জনগণের প্রত্যাশিত একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের পথ তৈরি হতে পারে।"