ময়মনসিংহে ড. ইউনূসের মানহানি মামলা বাতিলের রায় বহাল রাখল আপিল বিভাগ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ২০০৭ সালে ময়মনসিংহে দায়ের হওয়া মানহানি মামলা বাতিল করে হাইকোর্ট যে রায় দিয়েছিল, তা বহাল রেখেছেন আপিল বিভাগ।
রোববার (২৭ জুলাই) হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল খারিজ করে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বেঞ্চ এই আদেশ দেন।
শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক। ড. ইউনূসের পক্ষে ছিলেন আইনজীবী (অ্যাডভোকেট অন রেকর্ড) তৌফিক হোসেন।
প্রসঙ্গত, ২০০৭ সালের ১৭ জানুয়ারি বিদেশি এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা মুহাম্মদ ইউনূস বলেছিলেন, 'বাংলাদেশের রাজনীতিবিদরা কেবল অর্থের জন্য রাজনীতি করেন, এখানে কোনো আদর্শের ব্যাপার নেই।'
তার এ বক্তব্যে ক্ষুব্ধ হয়ে ময়মনসিংহ জেলা জাসদের যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম চুন্নু ওই বছরের ২১ জানুয়ারি ময়মনসিংহ আদালতে মানহানির মামলা করেন।
ময়মনসিংহের ১ নম্বর আমলি আদালতের জ্যেষ্ঠ বিচারিক ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাবিবুল্লাহ মামলাটিতে সমন জারি করলে চার বছর পর ইউনূস আদালতে হাজির হয়ে মুচলেকা দিয়ে জামিন নেন।
পরে ২০১১ সালে ইউনূস মামলাটি বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন। হাইকোর্ট সে সময় রুল জারি করেন এবং শুনানি শেষে ২০২৩ সালের ২৪ অক্টোবর মামলা বাতিল করে রায় দেন।
ওই রায়ের বিরুদ্ধেই রাষ্ট্রপক্ষ লিভ টু আপিল করে, যা আজ খারিজ হয়ে গেল।