অর্থনীতির স্বার্থে সড়ক অবরোধের বিরুদ্ধে ব্যবসায়ীদের সোচ্চার হওয়ার আহ্বান লুৎফে সিদ্দিকীর

জাতীয় অর্থনীতির স্বার্থে সড়ক অবরোধ করে হওয়া আন্দোলনের বিরুদ্ধে ব্যবসায়ীদের সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী।
আজ শনিবার রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার আয়োজিত 'এক্সপোর্ট ইমপোর্ট পলিসিস ইন বাংলাদেশ: রিকয়ারমেন্টস অ্যান্ড চ্যালেঞ্জেস আপন এলডিসি গ্রাজুয়েশন' শীর্ষক সেমিনারে তিনি এ আহ্বান জানান।
সিদ্দিকী বলেন, ব্যবসায়ীদের ব্যাপক ক্ষমতা আছে। সেই ক্ষমতা রাজনীতির ঊর্ধ্বে উঠে ব্যবহার করতে হবে। এ ক্ষমতা ব্যবহার করতে হবে জাতীয় অর্থনীতির স্বার্থে। সাম্প্রতিক সময়ে ঢাকা শহরে যেভাবে সড়ক আটকে আন্দোলন হচ্ছে, ব্যবসায়ীদের এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে কথা বলতে হবে।
তিনি বলেন, এই মুহূর্তে অর্থনীতির জন্য যে ধরনের মূল্যবোধ থাকা দরকার, সেটি রাষ্ট্রের কোনো পক্ষেরই নেই। ঢাকা শহরের রাস্তা বন্ধ থাকছে। কেউ বলছে তার কলেজকে ইউনিভার্সিটি করতে হবে, কেউ বলছে তার ডিপার্টমেন্টের নাম পরিবর্তন করতে হবে, কেউ বলছে তাকে মেয়র হতে হবে ইত্যাদি। মানুষের মধ্যে সময়ের কোনো মূল্যবোধ নেই। ঢাকা শহরে রাস্তা বন্ধ থাকলে একদিনে ৫০ লাখ মানুষের আয়ের সমান ক্ষতি হয়।
তিনি ব্যবসায়ীদের উদ্দেশে আরও বলেন, এরকম ছোট ছোট বিষয়ে যদি আন্দোলন হতে থাকে, আর প্রতিদিন যদি এই পরিমাণ ক্ষতি হতে থাকে, তাহলে দেশ এগোবে না। দেশের সবার স্বার্থে, বড় স্বার্থে অবশ্যই রাস্তা বন্ধ রেখে আন্দোলন করা যাবে। কিন্তু এরকম ছোট বিষয়ে না।
'এ অবস্থা যদি চলতে থাকে, তাহলে এলডিসি গ্রাজুয়েশন যখন আসবে, তখন আরো সমস্যায় পড়তে হবে। তাই এখনই ব্যবসায়ীদের কথা বলা উচিত', যোগ করেন তিনি।
প্রধান উপদেষ্টার বিশেষ এই দূত বলেন, দেশের কোনো সেক্টরে কোনো রোডম্যাপ নেই। এই মুহূর্তে শুধু একটা রোডম্যাপ দেখা যাচ্ছে। সেটি হলো আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ।
সেমিনারে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি তাসকিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত বিশেষ সহকারি ড. আনিসুজ্জামান চৌধুরী।
এছাড়া রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাই চেয়ারম্যান আনোয়ার হোসেন, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কাস্টমস) কাজী মুস্তাফিজুর রহমান, ফকির ফ্যাশনসের ব্যবস্থাপনা পরিচালক ফকির কামরুজ্জামান নাহিদ, ডেল্টা ফার্মার ব্যবস্থাপনা পরিচালক জাকির হোসেন, বেসিসের সাবেক সভাপতি সৈয়দ আলমাস কবির, বিকেএমইএ এর সাবেক সভাপতি ফজলুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।