জনগণের আস্থা অর্জন করতে হলে সুষ্ঠু নির্বাচনই একমাত্র পথ: জামায়াত নেতা তাহের

মানুষের আস্থা অর্জন করতে হলে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনই একমাত্র পথ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
শুক্রবার (২৩ মে) রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে পটুয়াখালী জেলা ফোরামের আয়োজিত প্রীতি সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
ডা. তাহের বলেন, 'বাংলাদেশ এক কঠিন পরিবর্তনের সন্ধিক্ষণে। এখন সবকিছু ছেড়ে দিয়ে নির্বাচনকে প্রাধান্য দিতে হবে।'
তিনি বলেন, 'মানুষের আস্থা অর্জন করতে হলে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনই একমাত্র পথ। সরকারের পক্ষ থেকে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা বলা হয়েছে। এখন এই সময়ের মধ্যে একটি নির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করতে হবে—তবে শুধু নির্বাচন নয়, রাজনীতি ও রাষ্ট্র পরিচালনার কাঠামোগত সংস্কারেরও রোডম্যাপ প্রয়োজন।'
তিনি আরও বলেন, 'এসব উদ্যোগ নিলে গুজব ও ষড়যন্ত্রের অবসান ঘটবে। সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে জামায়াত কোনো আপস করবে না।'
জামায়াত নেতা শফিকুল ইসলাম মাসুদ বলেন, 'সুষ্ঠু নির্বাচনের জন্য বিচার ও সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করতে হবে। অবৈধ অস্ত্র উদ্ধার এবং কালো টাকা জব্দ করতে হবে। দেশের ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে ছাত্র-জনতা জীবন দিয়েছে, প্রয়োজনে আবারও জীবন বাজি রাখা হবে ভোটের অধিকার রক্ষায়।'
তিনি আরও বলেন, 'ভোট নিয়ে ছিনিমিনি খেলতে দেয়া হবে না। দেশের মানুষ এখন সুষ্ঠু ভোটের পরিবেশ নিয়ে শঙ্কিত। চাঁদাবাজি ও সন্ত্রাস বেড়ে যাওয়ায় সেই শঙ্কা আরও গভীর হয়েছে।'