রাজধানীতে আজ একাধিক কর্মসূচি, এড়িয়ে চলবেন যেসব সড়ক

রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে আজও (২২ মে) নানা দলের কর্মসূচির কারণে সড়কে যানজট সৃষ্টির আশঙ্কা রয়েছে। এমন পরিস্থিতিতে ভোগান্তি কমাতে কিছু সড়ক এড়িয়ে চলতে পারেন সাধারণ যাত্রীরা।
বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে দ্রুত শপথগ্রহণের দাবিতে আজ সকাল ১০টা থেকে নগর ভবন, হাইকোর্ট মোড়, মৎস্য ভবন ও কাকরাইল মোড়ে অবস্থান কর্মসূচি পালন করছেন তার সমর্থকরা। ফলে এসব এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটতে পারে।
এদিকে, ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যর হত্যাকাণ্ডের বিচারে গড়িমসির প্রতিবাদে জাতীয়তাবাদী ছাত্রদল সকাল থেকে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে এবং শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করছে। এতে করে শাহবাগ ও ইন্টারকন্টিনেন্টাল মোড়ে যানজটের আশঙ্কা রয়েছে।
অন্যদিকে, বিকেল ৪টা ৩০ মিনিটে জাতীয় নাগরিক পার্টি নির্বাচন কমিশন পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার দাবিতে রাজধানীর যাত্রাবাড়ী মোড়ে বিক্ষোভ মিছিল করবে। ফলে যাত্রাবাড়ী মোড়েও যান চলাচল ব্যাহত হতে পারে।
এসব কর্মসূচিকে কেন্দ্র করে নগরবাসী নিজেদের ভোগান্তি কমাতে সংশ্লিষ্ট এলাকাগুলো এড়িয়ে বিকল্প সড়ক ব্যবহার করতে পারেন।