বিএনপি ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায়: তারেক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, তার দল ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায়।
রোববার স্থানীয় সময় রাতে লন্ডনের একটি হোটেলে ক্রীড়া সংগঠক প্রয়াত আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভার্চুয়ালি দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।
তারেক বলেন, 'আমরা চাই ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হোক। দেশের মানুষ এমন নির্বাচন চায়... যার জন্য আমরা গত ১৫ বছর ধরে লড়াই-সংগ্রাম করে আসছি... যার জন্য আমরা, বিএনপি, আমাদের অনেক নেতা-কর্মী এবং সহকর্মীকে হারিয়েছি।'
তিনি আরও বলেন, 'কিন্তু কেন এই গুম, খুন ও হত্যাকাণ্ড ঘটছে? হাজার হাজার মানুষ গুম ও হত্যা করা হয়েছে। বিএনপি, অন্যান্য রাজনৈতিক দল, সাধারণ মানুষ এবং সাংবাদিকদের সাথেও এটি ঘটেছে। কেন এটি ঘটেছে? এসবের একটি কারণ হলো রাজনৈতিক অধিকার। আমাদের জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করতে হবে।'
'জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে আমরা এমন একটি সরকার প্রতিষ্ঠা করতে চাই, যা জনগণের কল্যাণের জন্য কাজ করবে', যোগ করেন তারেক।
আগামী নির্বাচনে জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় গেলে রাজধানী ঢাকায় সবার জন্য ওয়ার্ডভিত্তিক খেলার মাঠ তৈরি করবে বলেও জানান তারেক।
তিনি বলেন, 'খেলাধুলাটি কমপক্ষে দুইটি ওয়ার্ডের মাঝামাঝি তিন থেকে চার বিঘা জমিতে তৈরি করা হবে। যেখানে শিশুরা খেলাধুলা করবে, বয়স্করা হাঁটাহাঁটি করতে পারবেন—আমাদের এমনই একটি চিন্তাভাবনা আছে।'
কোকোর স্মৃতি স্মরণ করে তারেক বলেন, তার ছোট ভাই দেশের ক্রীড়া অঙ্গনে অবদান রাখার জন্য যথাসাধ্য চেষ্টা করেছেন।
তিনি বলেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে সম্ভাবনাময় তরুণ ক্রীড়াবিদদের বাছাই করে তাদের গড়ে তোলার জন্য বিকেএসপির চারটি বিভাগীয় অফিস সম্পূর্ণরূপে কার্যকর করা হবে।
জীবনে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, তার দল দেশের প্রাথমিক ও মাধ্যমিক স্তরে শিক্ষার পাশাপাশি খেলাধুলাকে অগ্রাধিকার দেবে।
ঢাকায় খেলার মাঠের সংকটের জন্য দুঃখ প্রকাশ করে তিনি বলেন, শিক্ষার উৎকর্ষ সাধনের জন্য খেলাধুলার বিকল্প নেই।