চট্টগ্রামের কর্ণফুলীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৩

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার জুলধা এলাকায় শুক্রবার (১৬ মে) রাত সাড়ে ১১টার দিকে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
ঘটনাটি ঘটে জুলধা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সুলতান বাপের বাড়ি এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানান, ১২ থেকে ১৫ জনের একটি দল 'জয় বাংলা, জয় বঙ্গবন্ধু' এবং 'শেখ হাসিনা বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে'—এমন স্লোগান দিয়ে ৩-৪ মিনিট ধরে মিছিল করে। মিছিলের এ ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তা প্রশাসনের নজরে আসে।
জানা গেছে, মিছিলটির নেতৃত্ব দেন ফয়সাল নামে একজন, যিনি জুলধা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মো. মুসার ভাগ্নে এবং চলতি বছরের ১১ ফেব্রুয়ারি গ্রেপ্তার হওয়া আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নূরের ছেলে।
ঘটনার পরপরই কর্ণফুলী থানা পুলিশ অভিযান চালিয়ে ২২ বছর বয়সী ফারহানসহ তিনজনকে আটক করে। ফারহানের বাবা আবদুল মালেক ওরফে ঘোড়া মালেককেও সম্প্রতি গ্রেপ্তার করা হয়েছিল। তবে বাকি দুইজনের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরীফ বলেন, 'ঘটনার খবর পেয়েই আমরা দ্রুত অভিযান চালাই। কয়েকজনকে আটক করা হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।'