দুই উপদেষ্টার সাবেক এপিএস-পিও ও সাবেক এনসিপি নেতাকে দুদকে তলব

স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের সাবেক ব্যক্তিগত কর্মকর্তা (পিও) তুহিন ফারাবি, উপদেষ্টা আসিফ মাহমুদের সাবেক একান্ত সচিব (এপিএস) মোয়াজ্জেম হোসেন এবং এনসিপির সাবেক নেতা গাজী সালাহউদ্দিনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন দুদক)।
বৃহস্পতিবার (১৫ মে) দুদক মহাপরিচালক আক্তার হোসেন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, তাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, তদবির বাণিজ্য, চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্যসহ নানাবিধ অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে শত শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের মতো অভিযোগ রয়েছে।
দুদক মহাপরিচালক জানান, 'স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের সাবেক ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবিকে ২০মে, এনসিপির সাবেক নেতা গাজী সালাহউদ্দিনকে ২১ মে এবং উপদেষ্টা আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেনকে আগামী ২২ তারিখ তলব করেছে দুদক।'