বাংলাদেশে ‘পাকিস্তানপন্থা’ বলে কিছু নেই: হেফাজত

বাংলাদেশে 'পাকিস্তানপন্থা' বলে কিছু নেই দাবি করে হেফাজতে ইসলাম সতর্ক করে বলেছে, ভারতীয় বয়ান 'জুলাই ঐক্য'-তে বিভেদ তৈরি করতে পারে।
আজ (১৩ মে) এক বিবৃতিতে সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেন, 'ইন্ডিয়ান মিডিয়া বারবার বাংলাদেশের ফ্যাসিবাদবিরোধী ও আধিপত্যবিরোধী ছাত্র-জনতাকে 'পাকিস্তানপন্থী' বলে ফ্রেমিং করে। এমন প্রেক্ষাপটে ভিন্নমতাবলম্বীদের 'পাকিস্তানপন্থী' বলাটা নিছক ভারতীয় বয়ানকে দেশে পুনরুজ্জীবিত করার একটি কৌশল মাত্র।'
তিনি আরও বলেন, 'আওয়ামী ফ্যাসিবাদের শাসনামলে আমরা দেখেছি কীভাবে ভারতীয় বয়ান ব্যবহার করে বিরোধীদের দমন ও নির্মূল করা হয়েছে। আমরা সেই আত্মঘাতী ও পশ্চাদমুখী রাজনৈতিক সংস্কৃতিতে ফিরতে চাই না। এখন ভারতীয় বয়ান ব্যবহার করা হলে 'জুলাই ঐক্য'-তে নতুন করে বিভক্তি তৈরি হতে পারে এবং ভারতীয় আধিপত্যবাদ ফের সক্রিয় হওয়ার সুযোগ পাবে। এই বিষয়ে সকলকে সতর্ক ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানাই।'
এর আগে, রোববার (১১ মে) ফেসবুকে দেওয়া এক পোস্টে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম লেখেন, '৭১-এর প্রশ্নটি নিষ্পত্তি করতে হবে। যারা যুদ্ধাপরাধে সহযোগিতা করেছে, তাদের ক্ষমা চাইতে হবে। বাংলাদেশে রাজনীতি করতে চাইলে 'পাকিস্তানপন্থা' ত্যাগ করতে হবে।'
তিনি আরও লেখেন, 'পাকিস্তান এই দেশে গণহত্যা চালিয়েছে…গণহত্যাকে পরোক্ষভাবে সমর্থন বা যুক্তি প্রদানের যে বয়ান চালু হয়েছে, তা বন্ধ করতে হবে। যারা [২০২৪ সালের] জুলাই অভ্যুত্থানে অনুপ্রবেশ করে নাশকতা চালাচ্ছে, তাদের দমন করতে হবে। এ অভ্যুত্থানের অংশ হতে হলে সবাইকে পরিষ্কার অবস্থান জানাতে হবে।'
হেফাজতের বিবৃতিতে ১৯৪৭, ১৯৭১ ও ২০২৪ সালের ঘটনাবলির প্রসঙ্গ টেনে বলা হয়, এসব ঘটনার প্রতিটিকে ঘিরেই ভারতীয় ইসলামবিদ্বেষী বয়ান রয়েছে এবং এসবের মোকাবিলা করতে হবে।
বিবৃতিতে আরও বলা হয়, 'আমরা এর কোনোটাকেই অস্বীকার করতে পারি না, বরং এই তিন ঘটনাকে কেন্দ্র করে ঐক্যবদ্ধভাবে ইতিহাস ও রাষ্ট্র পুনর্গঠনে এগিয়ে যেতে হবে।'
'ফ্যাসিবাদী শাসনামলে এই দেশের শীর্ষ ইসলামী নেতৃত্বকে বিচারিক হত্যার ক্ষেত্রেও ভারতীয় বয়ান ব্যবহার করা হয়েছে। আমরা চাই না সেই ইতিহাস আবার ফিরে আসুক। আমরা বিশ্বাস করি—বাংলাদেশে 'পাকিস্তানপন্থা' বলে কিছুই নেই।'
বিবৃতির শেষে বলা হয়, 'বাংলাদেশপন্থী রাজনৈতিক সংস্কৃতিকে শক্তিশালী করতে হলে ১৯৪৭, ১৯৭১ ও ২০২৪ সালের প্রশ্নে সব ফ্যাসিবাদবিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।'