যে শাহবাগে ফ্যাসিবাদ তৈরি হয়েছিল, সেই শাহবাগেই ফ্যাসিবাদের চূড়ান্ত পতন হবে: হাসনাত

যে শাহবাগে ফ্যাসিবাদ তৈরি হয়েছিল, সেই শাহবাগেই ফ্যাসিবাদের চূড়ান্ত পতন হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ।
আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার দাবিতে শাহবাগ মোড় অবরোধ কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন।
হাসনাত বলেন, 'যে শাহবাগে ফ্যাসিবাদ তৈরি হয়েছিল, সেই শাহবাগেই ফ্যাসিবাদের চূড়ান্ত পতন ঘটবে। শুধু সময়ের অপেক্ষা। আমাদের জুলাইয়ের সব শক্তির ঐক্যবদ্ধ লড়াই চলবে।'
আরও পড়ুন: আ.লীগ নিষিদ্ধে দ্রুত সিদ্ধান্ত না এলে পুরো বাংলাদেশ আবার ঢাকায় মার্চ করবে: নাহিদ
এদিকে অবরোধ কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন এনসিপির আরেক মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। অবরোধ কর্মসূচি থেকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।
এর আগে আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে এনসিপির নেতৃত্বে শাহবাগ মোড় অবরোধ করেন বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতা-কর্মীরা।
আরও পড়ুন: ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায়: অবরোধ কর্মসূচি থেকে সারজিস
আজ শুক্রবার বিকাল পৌনে ৫টায় তারা শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান নেন। সন্ধ্যা সোয়া ৭টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত অবরোধ কর্মসূচি চলছিল।
এদিন দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবনের কাছের ফোয়ারার পাশে তৈরি করা মঞ্চ থেকে শাহবাগ মোড় অবরোধ করার ঘোষণা দেন হাসনাত আব্দুল্লাহ। দাবি আদায় না হওয়া পর্যন্ত শাহবাগ অবরোধ কর্মসূচি চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন তিনি। ঘোষণার পর আন্দোলনকারীরা মিছিল নিয়ে এসে শাহবাগ মোড় অবরোধ করেন।