হাফ ভাড়া নিয়ে তর্কের জেরে শিক্ষার্থীকে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে হত্যার অভিযোগ

গাজীপুর মহানগরীর সদর মেট্রো থানা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে হাফ ভাড়া নিয়ে তর্কের জেরে এক কলেজ শিক্ষার্থীকে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে হত্যার অভিযোগ উঠেছে হেলপারের বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার (৮ মে) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর মহানগরীর মাস্টারবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন বাসটি আটক করতে পারলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।
নিহত শিক্ষার্থীর নাম সিয়াম (১৯)। তিনি পোড়াবাড়ী এলাকার রোভার স্কাউট স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী এবং গাজীপুর সদর উপজেলার বাউপাড়া এলাকার দেলোয়ার হোসেনের ছেলে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, সিয়াম চান্দনা চৌরাস্তা থেকে চ্যাম্পিয়ন পরিবহনের একটি বাসে করে পোড়াবাড়ী যাচ্ছিলেন। পথে হাফ ভাড়া নিয়ে হেলপারের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে হেলপার উত্তেজিত হয়ে সিয়ামকে ধাক্কা দিলে সিয়াম চলন্ত বাস থেকে ঢাকা-ময়ময়মনসিংহ মহাসড়কে পড়ে যায়। এ সময় চলন্ত বাসের পিছনের চাকায় পিষ্ট হয়ে মাথায় আঘাত পায়। পরে মুখ দিয়ে রক্তক্ষরণ হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
গাজীপুর সদর মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, 'নিহতের লাশ উদ্ধার করে থানায় আনা হয়। পরে স্বজনেরা লাশ বিনা ময়নাতদন্তে নিয়ে যাওয়ার আবেদন করলে আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।'
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন তিনি।