হামিদকে বিদেশ পালাতে সহায়তাকারীদের শাস্তি নিশ্চিত না করতে পারলে পদত্যাগ করব: স্বরাষ্ট্র উপদেষ্টা

সাবেক রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদকে বিদেশে যেতে সহায়তা করা ব্যক্তিদের বিচারের আওতায় না আনতে পারলে পদত্যাগ করবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
বৃহস্পতিবার (৮ মে) দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা শেষে বের হওয়ার সময় জুলাই অভ্যুত্থানে যুক্ত শিক্ষার্থীদের প্রশ্নের মুখে তিনি এ মন্তব্য করেন।
শিক্ষার্থীদের প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম বলেন, 'আমি বিষয়টি [আবদুল হামিদের দেশত্যাগ] জানতাম না। এখানে আসার সময় জানতে পারি এবং সঙ্গে সঙ্গেই এ নিয়ে কথা বলেছি। যারা এতে জড়িত, তাদের সবাইকে শুধু পদত্যাগ নয়, শাস্তির আওতায় আনতে হবে। কোনো অবস্থাতেই ছাড় দেওয়া যাবে না।'
এই বিষয়ে যদি কোনো ব্যবস্থা না নেওয়া হয়, এমন প্রশ্নে উপদেষ্টা জাহাঙ্গীর বলেন, 'আমি পদত্যাগ করব।'
এর আগে বৃহস্পতিবার ভোরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে থাইল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়েন সাবেক রাষ্ট্রপতি হামিদ।
দিনে এর আগে দিনাজপুরের বিরল উপজেলায় ধান কাটার উদ্বোধন করেন উপদেষ্টা জাহাঙ্গীর। সেখানে ভারত-পাকিস্তানের চলমান সংঘাত নিয়ে সীমান্তে আতঙ্কিত না হওয়ার জন্য কৃষকদের আশ্বস্ত করেন তিনি।
ধান কাটার উদ্বোধনী অনুষ্ঠানে কৃষি সচিব এমদাদ উল্লাহ মিয়ান, বারিন্দ অঞ্চলের মহাপরিচালক মোজাফফর হোসেন, রংপুর বিভাগের কমিশনার শহীদুল ইসলাম, দিনাজপুর জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার মারুফাত হোসেনসহ সংশ্লিষ্ট অন্যান্যরা উপস্থিত ছিলেন।