আ. লীগকে বাংলাদেশে রাজনীতির সুযোগ দেওয়া হবে না: এনসিপি
আওয়ামী লীগকে বাংলাদেশে রাজনীতির সুযোগ দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা।
তারা বলেন, আওয়ামী লীগকে বাংলাদেশে রাজনীতির সুযোগ দেওয়া হবে না। কারণ আওয়ামী লীগ খুনী, সন্ত্রাসী ও মাফিয়াদের দল।
মঙ্গলবার (২২ এপ্রিল) বিকালে রাজধানীর ফার্মগেট খামারবাড়ী এলাকায় আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের দাবিতে এনসিপির বৃহত্তর তেজগাঁও ও শেরেবাংলা নগর জোন আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে এসব কথা বলেন তারা।
এসময় দলটির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন বলেন, 'আওয়ামী লীগ একটি খুনী, সন্ত্রাসী ও মাফিয়াদের দল। তাদেরকে আর বাংলাদেশে রাজনীতি করার সুযোগ দেওয়া হবেনা। আওয়ামী লীগকে দল হিসেবে বিচার করে শাস্তি দিতে হবে এবং নিষিদ্ধ করতে হবে। এর মাধ্যমে বাংলাদেশে ফ্যাসিবাদ নিশ্চিহ্ন করতে হবে।'
এসময় যুগ্ম সদস্য সচিব রিফাত রশীদ বলেন, 'অন্তর্বর্তী সরকারের এত জনপ্রিয়তা কিন্তু বাস্তবতা হলো যে কারণে এই সরকার; সেটা করতেই সরকার ব্যর্থ। ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপে সরকারের প্রথম কাজ ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। কিন্তু আমরা দেখছি সংস্কারে মনোযোগ না দিয়ে সরকার আওয়ামী নেতাদের জামিন দিচ্ছে।'
তিনি আরও বলেন, 'এই মুহুর্তে সরকারের প্রথম কাজ হলো আওয়ামী লীগ নিষিদ্ধ করা। কিন্তু সরকারকে দেখছি সংস্কার নিয়ে তালবাহনা করতে। তারা এখনও জুলাই চার্টার ঘোষণা করতে পারেনি।'
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, যুগ্ম সদস্য সচিব নিজাম উদ্দিন প্রমুখ।
