ব্যাংকে হান্নান মাসউদের জমা ২ হাজার টাকা, বাবার ২ লাখ
১৩তম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে (ইসি) জমা দেওয়া হলফনামার তথ্য অনুযায়ী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী আবদুল হান্নান মাসউদের ব্যাংক অ্যাকাউন্টে জমা রয়েছে মাত্র ২ হাজার টাকা।
অন্যদিকে, তার বাবা আমিরুল ইসলাম মো. আবদুল মালেকের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে জমা আছে প্রায় ২ লাখ টাকা। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত প্রার্থীদের হলফনামা থেকে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে।
হান্নান মাসউদ এবার নোয়াখালী-৬ (হাতিয়া) আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। উল্লেখযোগ্য বিষয় হলো, হান্নান মাসউদের পক্ষে তার মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন তার বাবা আমিরুল ইসলাম। তিনি নিজেও বিএসপি'র প্রার্থী হিসেবে এই আসন থেকে নির্বাচনে লড়ছেন।
হলফনামায় হান্নান মাসউদ নিজের পেশা হিসেবে 'ব্যবসা' উল্লেখ করেছেন এবং তার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা দেখিয়েছেন আলিম পাস। জুলাই বিপ্লবের অন্যতম এই পরিচিত মুখ তার হলফনামায় আরও জানিয়েছেন যে, বর্তমানে তার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা নেই।
আর্থিক বিবরণী অনুযায়ী, হান্নান মাসউদের বার্ষিক আয় ৬ লাখ টাকা। তার হাতে নগদ ৩৫ লাখ ৮৩ হাজার টাকা থাকলেও নিজের নামে কোনো স্থাবর জমি নেই। নগদ টাকাসহ তার মোট অস্থাবর সম্পদের অর্জনকালীন মূল্য ৪৬ লাখ ৮৫ হাজার টাকা, যার মধ্যে ৮ লাখ টাকার স্বর্ণালঙ্কারও অন্তর্ভুক্ত রয়েছে।
হলফনামায় হান্নান মাসউদ আরও উল্লেখ করেছেন যে, তার নিজের বা পরিবারের অন্য সদস্যদের কোনো ব্যাংক ঋণ বা আর্থিক দায়দেনা নেই।
অন্যদিকে, পৃথক একটি হলফনামায় তার বাবা আমিরুল ইসলাম মো. আবদুল মালেক নিজেকে একজন অবসরপ্রাপ্ত শিক্ষক হিসেবে পরিচয় দিয়েছেন। তিনি জানিয়েছেন, বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে তার সঞ্চয়ের পরিমাণ প্রায় ২ লাখ টাকা।
