ও, এ-লেভেল পরীক্ষাকেন্দ্রগুলোকে বিদেশে ফি পাঠানোর অনুমতি দিলো কেন্দ্রীয় ব্যাংক

ও লেভেল, এ লেভেল, টোফেল ও স্যাট-এর মতো আন্তর্জাতিক পরীক্ষার আয়োজনকারী অনুমোদিত পরীক্ষাকেন্দ্রগুলোকে এখন থেকে বিদেশে অর্থ প্রেরণের জন্য বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমতি নিতে হবে না।
সোমবার (২১ এপ্রিল) জারি করা এক প্রজ্ঞাপনে বিদেশে টাকা পাঠানোর ক্ষেত্রে পরীক্ষাকেন্দ্রগুলোকে ভর্তি ও পরীক্ষাসংক্রান্ত ফি বাংলাদেশি টাকায় গ্রহণের অনুমতি দিতে বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক ।
প্রজ্ঞাপনে বলা হয়, এসব কেন্দ্রকে অবশ্যই সংশ্লিষ্ট বিদেশি একাডেমিক কর্তৃপক্ষ বা সংস্থার দ্বারা অনুমোদিত হতে হবে।
এছাড়া, ব্যাংকগুলো এখন উপযুক্ত ইনভয়েস ও বিস্তারিত বিবরণীর ভিত্তিতে রেমিটেন্স প্রক্রিয়া করতে পারবে, যেখানে উৎসে কর ও ভ্যাটসহ প্রযোজ্য সকল করের বিবরণ থাকতে হবে।
রেমিটেন্স প্রক্রিয়ার আগে ব্যাংকগুলোকে অবশ্যই পরীক্ষা কেন্দ্রগুলোর কাছ থেকে প্রয়োজনীয় ঘোষণা ও অঙ্গীকারনামা নিতে হবে।
এর আগে এমন লেনদেনের জন্য বাংলাদেশ ব্যাংকের অনুমতি বাধ্যতামূলক ছিল।
নতুন নির্দেশনার আওতায় এখন আন্তর্জাতিকভাবে স্বীকৃত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষাগুলোর জন্য পরীক্ষাকেন্দ্রগুলোর পক্ষে ব্যাংকগুলো সরাসরি বিদেশে অর্থ প্রেরণ করতে পারবে।
নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা বলেন, রেমিটেন্স প্রক্রিয়া সহজতর করা ও প্রশাসনিক জটিলতা কমানোর লক্ষ্যে চলমান আর্থিক সংস্কারের অংশ হিসেবেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।