মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২১.১৮ বিলিয়ন ডলার

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যালেন্স অব পেমেন্ট অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম৬) অনুযায়ী, বাংলাদেশে মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১৫ এপ্রিল পর্যন্ত দাঁড়িয়েছে ২১.১৮ বিলিয়ন মার্কিন ডলার।
আজ (১৫ এপ্রিল) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
গত মাসে দেশে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স আসায় ওই মাসে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৫ বিলিয়ন ডলার ছাড়িয়ে যায়।
২৭ মার্চ কেন্দ্রীয় ব্যাংক প্রকাশিত তথ্য অনুযায়ী, সে সময়ে দেশের মোট রিজার্ভ ছিল ২৫.৪৪ বিলিয়ন মার্কিন ডলার।
মার্চ মাসের প্রথম ২৬ দিনেই প্রবাসী বাংলাদেশিরা দেশে ২.৯৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন, যার ফলে ওই মাসে দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ রেমিটেন্স আসার রেকর্ড হয়।
বাংলাদেশ ব্যাংকের আজ (১৫ এপ্রিল) প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে, মার্চ মাসে রেমি্যোন্স বেশি আসায় বৈদেশিক মুদ্রার রিজার্ভে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা দেয়। তবে ঈদের মৌসুম শেষ হওয়ার পর এপ্রিল মাসে রেমিট্যান্স প্রবাহ কিছুটা কমেছে।
চলতি এপ্রিল মাসের প্রথম ১২ দিনে প্রবাসীরা ১.০৫ বিলিয়ন মার্কিন ডলারের বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন। এর মধ্যে রাষ্ট্রায়ত্ত ও বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে এসেছে ৪৫৯.৭২ মিলিয়ন ডলার এবং বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৯০.৩৪ মিলিয়ন ডলার।
বিশেষজ্ঞদের মতে, ঈদ উপলক্ষে প্রবাসীরা পরিবার-পরিজনের জন্য বেশি অর্থ পাঠিয়ে থাকেন। ফলে মার্চের শেষ দিকে ও এপ্রিলের শুরুতে প্রবাসী আয় বেড়ে যায়। তবে ঈদের পর এই প্রবণতা স্বাভাবিকভাবেই কিছুটা কমে আসে।
তবে রেমিট্যান্স প্রবাহ এখনও তুলনামূলকভাবে স্থিতিশীল রয়েছে, যা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ পরিস্থিতিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।