শেওড়াপাড়ায় চাপাতি ঠেকিয়ে ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ১

রাজধানীর মিরপুরের পশ্চিম শেওড়াপাড়ায় চাপাতি ঠেকিয়ে এক তরুণীর কাছ থেকে সোনার চেইন ও ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেওয়ার ঘটনা ইমরান খান শাকিব নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাতে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল ও চাপাতি জব্দ করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে মিরপুর ডিভিশনের উপ-কমিশনার (ডিসি) মাকসুদ উর রহমান টিবিএসকে বলেন, 'গ্রেপ্তারকৃত শাকিল একজন পেশাদার ছিনতাইকারী। সিসিটিভি ফুটেজ দেখে আমরা তাকে শনাক্ত করি। পরে প্রযুক্তির সহায়তায় তার লোকেশন ট্র্যাক করে তাকে গ্রেপ্তার করা হয়।'
এর আগে, বৃহস্পতিবার শেওড়াপাড়ার ইস্ট ওয়েস্ট ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের কাছে চাপাতির মুখে ছিনতাইয়ের শিকার হন ওই তরুণী।
একটি ভাইরাল ভিডিওতে দেখা যায়, তিনি ও তার সঙ্গী একটি রিকশায় ছিলেন। এ সময় মোটরসাইকেলে থাকা তিনজন তাদের পথরোধ করে।
সাদা শার্ট পরা একজন ছিনতাইকারী চাপাতি উঁচিয়ে তরুণীর ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেয়। কালো শার্ট পরা আরেকজন তাঁর গলার স্বর্ণের চেইন ও দ্বিতীয় একটি ব্যাগ নিয়ে যায়।
পরে ছিনতাইকারীরা নিজেদের মধ্যে সমন্বয় করে পুরুষ সঙ্গীর প্রতিবাদের মুখে কালো ব্যাগটি ফেলে রেখে যায়। একজন নিরাপত্তাকর্মী লাঠি নিয়ে এগিয়ে এলেও ছিনতাইকারীদের আটকাতে ব্যর্থ হন।