ছয় দফা দাবিতে রাজশাহীতে সড়ক অবরোধ কারিগরি শিক্ষার্থীদের

ছয় দফা দাবিতে নগরীর রেলগেট এলাকা অবরোধ করেছে রাজশাহী সরকারি পলিটেকনিক ও রাজশাহী সরকারি মহিলা পলিটেকনিক ও সার্ভে ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। তারা আজ মঙ্গলবার কারিগরি ছাত্র আন্দোলনের ব্যানারে এ আন্দোলন শুরু করে। আন্দোলনের ফলে সড়কের দুপাশেই ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে।
দুপুর পৌনে একটার দিকে সেনাবাহিনীর সদস্যরা তাদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে তাদের মধ্যে বাকবিতণ্ডা দেখা দেয়।

শিক্ষার্থীদের ছয় দফা দাবি সমূহ হলো, জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় হাইকোর্ট কতৃর্ক বাতিল; ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং কোর্সে যেকোনো বয়সের ভিত্তিতে ভর্তির সুযোগ বাতিলসহ উন্নত বিশ্বের আদলে চার বছর মেয়াদি মানসম্পন্ন কারিকুলাম ও সম্পূর্ণ ইংরেজি মাধ্যমে চালু করতে হবে; উপ-সহকারী প্রকৌশলী ও সমমান (১০ম গ্রেড) এর পদ চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং ও মনোটেকনোলজি (সার্ভেয়িং) হতে পাশকৃত শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত থাকা সত্ত্বেও নিম্নস্থ পদে নিয়োগ দেওয়ার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ; কারিগরি সেক্টর পরিচালনায় পরিচালক, সহকারী পরিচালক, বোর্ড চেয়ারম্যান, উপসচিব, পরীক্ষা নিয়ন্ত্রক ও অধ্যক্ষসহ সংশ্লিষ্ট সকল পদে কারিগরি শিক্ষা বহির্ভূত জনবল নিয়োগ নিষিদ্ধ করতে হবে; কারিগরি শিক্ষায় বৈষম্য ও দুরবস্থা দূর করার পাশাপাশি দক্ষ জনসম্পদ তৈরীতে " কারিগরি ও উচ্চশিক্ষা মন্ত্রণালয়" নামে স্বতন্ত্র মন্ত্রণালয় প্রতিষ্ঠা; পলিটেকনিক ও মনোটেকনিক ইন্সটিটিউট হতে পাসকৃত শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগের লক্ষ্যে একটি উন্নতমানের টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা।

শিক্ষার্থীরা বলছেন, যতক্ষণ পর্যন্ত তাদের দাবি সমূহ না মানা হবে ততক্ষণ তারা রাজপথ ছাড়বে না।