ছয় দফা দাবিতে সাতরাস্তায় পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

ছয় দফা দাবিতে আজ বুধবার (১৬ এপ্রিল) রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তা মোড়ে 'কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ' ব্যানারে সড়ক অবরোধ করেছে পলিটেকনিক শিক্ষার্থীরা। তারা সকাল ১০টার দিকে মোড়ে অবস্থান নেয় এবং ঘোষণা দেয়, দাবি মানা না হওয়া পর্যন্ত তারা সেখান থেকে সরবে না।
অবরোধে অংশ নিয়েছেন সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট, টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ (টিএসসি) এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
তেজগাঁও ট্র্যাফিক ডিভিশনের অতিরিক্ত উপকমিশনার তানিয়া সুলতানা অবরোধের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, 'অবরোধের কারণে দুই পাশে যান চলাচল বন্ধ রয়েছে।'
শিক্ষার্থীদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে–জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের ৩০ শতাংশ প্রমোশন কোটা বাতিল এবং তাদের অবৈধ পদোন্নতির হাইকোর্ট রায় বাতিল করা। ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের পদবি পরিবর্তন, মামলার সঙ্গে জড়িতদের চাকরিচ্যুত করা এবং ২০২১ সালে নিয়োগপ্রাপ্তদের নিয়োগ বাতিল ও সংশ্লিষ্ট নিয়োগবিধি সংশোধনের দাবি জানানো হয়েছে।
দ্বিতীয়ত, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে যেকোনো বয়সে ভর্তি বাতিল, উন্নতমানের চার বছর মেয়াদি কারিকুলাম চালু এবং অ্যাকাডেমিক কার্যক্রম ধাপে ধাপে ইংরেজি মাধ্যমে পরিচালনার দাবি করা হয়েছে।
উপসহকারী প্রকৌশলী ও সমমান (১০ম গ্রেড) পদে ডিপ্লোমা পাস শিক্ষার্থীদের জন্য বরাদ্দ থাকা সত্ত্বেও তাদের নীচু পদে নিয়োগ দেওয়া প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
কারিগরি শিক্ষা বহির্ভূত ব্যক্তিদের পরিচালক, সহকারী পরিচালক, বোর্ড চেয়ারম্যান, উপসচিব, পরীক্ষা নিয়ন্ত্রক ও অধ্যক্ষসহ অন্যান্য পদে নিয়োগ নিষিদ্ধ এবং এসব পদে কারিগরি শিক্ষায় প্রশিক্ষিত জনবল নিয়োগ ও শূন্যপদে দক্ষ শিক্ষক ও ল্যাব সহকারী নিয়োগের দাবি রয়েছে।
'কারিগরি ও উচ্চশিক্ষা' নামে স্বতন্ত্র মন্ত্রণালয় ও 'কারিগরি শিক্ষা সংস্কার কমিশন' গঠনের দাবি জানানো হয়েছে।
এছাড়া, পলিটেকনিক ও মনোটেকনিক পাস শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ দিতে একটি মানসম্পন্ন টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং নির্মাণাধীন চারটি ইঞ্জিনিয়ারিং কলেজে (নড়াইল, নাটোর, খাগড়াছড়ি ও ঠাকুরগাঁও) ডুয়েটের আওতায় আগামী সেশন থেকে অস্থায়ী ক্যাম্পাসের মাধ্যমে শতভাগ ভর্তি নিশ্চিতের দাবি তোলা হয়েছে।