‘তৌহিদি জনতা’র হুমকির অভিযোগ, মহিলা সমিতিতে ‘শেষের কবিতা’র মঞ্চায়ন বাতিল

'তৌহিদি জনতা' নামক একটি গোষ্ঠীর হুমকির প্রেক্ষিতে মহিলা সমিতি মিলনায়তনে 'শেষের কবিতা' নাটকের নির্ধারিত দুটি প্রদর্শনী বাতিল করা হয়েছে।
আজ ও আগামীকাল বেইলি রোডের মহিলা সমিতিতে নাটকটি মঞ্চস্থ হওয়ার কথা ছিল। তবে একটি চিঠিতে হুমকি পাওয়ার পর মহিলা সমিতি কর্তৃপক্ষ থিয়েটার দল 'প্রাঙ্গণেমোর'-এর বরাদ্দ বাতিল করে।
রবিবার (১৩ এপ্রিল) নাটকের নির্দেশক নূনা আফরোজ জানান, 'আমরা সব প্রস্তুতি সম্পন্ন করেছিলাম। আজ সকালে আমাদের জানানো হয়, 'তৌহিদি জনতা'র হুমকির কারণে অনুষ্ঠান বাতিল করা হয়েছে।'
সব প্রস্তুতির পর নাটকটি বাতিল হওয়ায় ক্ষোভ প্রকাশ করে তিনি সকালে ফেসবুকে লেখেন, 'সংস্কৃতি সমাজ ও দেশপ্রেমিক সচেতন নাগরিকদের বলছি, আমি কী করব? এটা কি চলতেই থাকবে?'
সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, হুমকির চিঠিতে বলা হয়েছে, 'শেষের কবিতা' মঞ্চস্থ হওয়ার সময় মহিলা সমিতিতে কোনো ধরনের ভাঙচুর হলে তার দায় 'তৌহিদি জনতা' নেবে না।
নাটক বাতিলের প্রতিবাদে নাট্যকর্মীরা আজ বিকেল সাড়ে পাঁচটায় মহিলা সমিতির সামনে অবস্থান কর্মসূচির ডাক দেন।