মালয়েশিয়া সফর বাতিল করতে পারেন মোদি: আসিয়ান সম্মেলনে অংশগ্রহণে অনিশ্চয়তা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী রোববার থেকে শুরু হওয়া আসিয়ান সম্মেলন সম্পর্কিত বৈঠকে অংশ নিতে মালয়েশিয়া সফরে যাওয়ার সম্ভাবনা কম বলে জানা গেছে। সময়সূচিগত সমস্যার কারণে তিনি নাও যেতে পারেন বলে বুধবার বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।
জানা গেছে, এই বৈঠকগুলোতে ভারতের পক্ষ থেকে অংশ নেবেন পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর।
আসিয়ান (দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট) সম্মেলনটি ২৬ থেকে ২৮ অক্টোবর মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত হবে।
সম্মেলনসংক্রান্ত আলোচনায় ভারতের অংশগ্রহণের মাত্রা নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।
তবে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছেন, ভারত মালয়েশিয়াকে জানিয়েছে যে আসিয়ান বৈঠকগুলোতে ভারতের প্রতিনিধিত্ব করবেন পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর।
এ ছাড়া আসিয়ান-ভারত শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভার্চুয়াল মাধ্যমে অংশ নিতে পারেন বলেও সম্ভাবনা রয়েছে।
গত কয়েক বছরে আসিয়ান-ভারত শীর্ষ সম্মেলন এবং পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনে ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
মালয়েশিয়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ আসিয়ানের সংলাপ সঙ্গী বেশ কয়েকটি দেশের নেতাদেরও আমন্ত্রণ জানিয়েছে। আগামী ২৬ অক্টোবর দুই দিনের সফরে কুয়ালালামপুরে যাওয়ার কথা রয়েছে ট্রাম্পের।
আসিয়ান-ভারত সংলাপ সম্পর্কের সূচনা হয় ১৯৯২ সালে খাতভিত্তিক অংশীদারত্ব প্রতিষ্ঠার মাধ্যমে। এরপর ১৯৯৫ সালের ডিসেম্বর মাসে এটি পূর্ণাঙ্গ সংলাপ অংশীদারত্বে উন্নীত হয় এবং ২০০২ সালে শীর্ষ সম্মেলন পর্যায়ের অংশীদারত্বে রূপান্তরিত হয়।
২০১২ সালে এই সম্পর্ক আরও এক ধাপ এগিয়ে কৌশলগত অংশীদারত্বের পর্যায়ে উন্নীত করা হয়।
আসিয়ানের ১০টি সদস্য দেশ হলো—ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ব্রুনেই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার ও কম্বোডিয়া।
গত কয়েক বছরে ভারত ও আসিয়ানের দ্বিপাক্ষিক সম্পর্ক উল্লেখযোগ্যভাবে উন্নতির দিকে রয়েছে, বিশেষ করে বাণিজ্য ও বিনিয়োগ, নিরাপত্তা এবং প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিয়ে।
প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, মালয়েশিয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী মোদির কম্বোডিয়া সফরের কথাও বিবেচনা করা হয়েছিল। তবে তিনি যেহেতু মালয়েশিয়া সফর করছেন না, তাই কম্বোডিয়ায় তার পরিকল্পিত সফরও স্থগিত হয়েছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।