পার্বত্য চট্টগ্রামের প্রকৃতিতে ক্যামেরা-ট্র্যাপে ধরা পড়ল দুর্লভ মর্মর বিড়াল

পার্বত্য চট্টগ্রামের জুমভূমিতে ক্যামেরা-ট্র্যাপে ধরা পড়েছে দুর্লভ ও লাজুক বন্যপ্রাণী মার্বেলড ক্যাট (Pardofelis marmorata) বা মর্মর বিড়াল।
দেশের শেষ বুনো প্রাকৃতিক অঞ্চলে পরিবেশগত ও সাংস্কৃতিক সংরক্ষণ নিয়ে কাজ করা সংগঠন ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্সের (সিসিএ) মাঠ পর্যায়ের গবেষণা ও পর্যবেক্ষণে নিয়োজিত একটি দলের সদস্যরা সম্প্রতি এই ছবি ধারণ করেন। গতকাল (৫ এপ্রিল) ফেসবুকে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানায় সংস্থাটি।
ওই পোস্টে বলা হয়, বাংলাদেশের আট প্রজাতির বুনো বিড়ালের একটি এই অপূর্ব ও লাজুক প্রাণী।
এর আগে সিলেট, চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি অরণ্যে এই বন্য বিড়ালটির উপস্থিতি নথিভুক্ত হয়েছিল বলে জানানো হয় সিসিএর ফেসবুক পোস্টে।
ওই ফেসবুক পোস্টে আরও বলা হয়, এ ধরনের বন্যপ্রাণীর উপস্থিতি আমাদের দেশের বৈচিত্র্যময় জীববৈচিত্র্যের সাক্ষ্য দেয় এবং এই অনন্য বাস্তুতন্ত্রগুলোর সংরক্ষণের গুরুত্ব আরও জোরালোভাবে তুলে ধরে।