ঢাকায় ১,৭৩৯টি ঈদ জামাত; জাতীয় ঈদগাহ মাঠে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা

উৎসবমুখর ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে পবিত্র ঈদুল ফিতর উদযাপনে জাতীয় ঈদগাহ মাঠে নেওয়া হয়েছে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা।
আজ রোববার ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এ তথ্য জানান। জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি বলেন, প্রায় ৩৫,০০০ ধারণ ক্ষমতা সম্পন্ন জাতীয় ঈদগাহের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। এছাড়া এ বছর ঢাকা মহানগরীতে ১১১টি ঈদগাহে এবং ১৫৭৭টি মসজিদসহ মোট ১৭৩৯টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
তিনি আরও বলেন, জাতীয় ঈদগাহ, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ ও ঢাকার অন্যান্য স্থানেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
পাঁচ স্তরের নিরাপত্তার বিষয়ে ডিএমপি কমিশনার জানান, জাতীয় ঈদগাহ মাঠ সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। এছাড়া সার্বিক নিরাপত্তার জন্য সবসময় প্রস্তুত থাকবে ডিএমপির বম্ব স্কোয়াড, সোয়াট ও কে-৯ ইউনিট।
ঈদগাহ মাঠে আগত মুসল্লীদের নির্দেশনার বিষয়ে বলা হয়েছে, আগত মুসল্লীদের জন্য থাকবে নির্দিষ্ট পার্কিং এলাকা। জিরো পয়েন্ট, সরকারি কর্মচারি হাসপাতাল, দোয়েল চত্বর, পররাষ্ট্র মন্ত্রণালয় এর ভবনের পাশের গলি, ইউবিএল ক্রসিং, কন্ট্রোল রুম গ্যাপ ও মৎস্যভবন ক্রসিং এ ডাইভারশন থাকবে।
এসময় ডিএমপির পক্ষ থেকে তিনি সকলকে ট্রাফিক নির্দেশনা মেনে চলার অনুরোধ জানান।
নিরাপত্তা ঝুঁকির বিষয়ে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে মো. সাজ্জাত আলী বলেন, এবারের ঈদকে কেন্দ্র করে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। এ সময় ডিএমপি কমিশনার ঢাকা মহানগরবাসীকে ঈদের আগাম শুভেচ্ছাও জানান।
মাঠ পরিদর্শনের সময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. মাসুদ করি, যুগ্ম পুলিশ কমিশনাররা, উপ-পুলিশ কমিশনারসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।