ঈদযাত্রায় স্বস্তি, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নেই যানজট

ঈদের ছুটি শুরুর সঙ্গে সঙ্গে রাজধানী ঢাকা ছাড়তে শুরু করেছে মানুষ। ফলে শুক্রবার (২৮ মার্চ) ভোর থেকে দক্ষিণবঙ্গের প্রবেশপথ হিসেবে পরিচিত ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যানবাহনের চাপ বাড়তে থাকে। তবে শনিবার থেকে মহাসড়কটিতে যানবাহনের চাপ কিছুটা কমে আসে।
স্বজনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগ করে নিতে বাস, ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলে করে দক্ষিণবঙ্গের ২১ জেলার মানুষ ছুটছেন নিজ গন্তব্যে। তবে আধুনিক এ মহাসড়কে কোনো যানজট বা দুর্ভোগ নেই বলে জানিয়েছেন যাত্রীরা।
পদ্মা সেতুর মাওয়া প্রান্তের টোল প্লাজায় যানবাহনগুলো নির্বিঘ্নে টোল পরিশোধ করে দ্রুত সেতু পার হচ্ছে। পাশাপাশি দুই চাকার বাহন মোটরসাইকেলেও পদ্মা সেতু পার হতে দেখা গেছে বহু মানুষকে। ঝুঁকি থাকলেও মোটরসাইকেল যাত্রীদের স্বাচ্ছন্দ্য কমেনি।
পদ্মা সেতু সাইড অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সায়াদ জানান, এবার ঈদযাত্রা পুরোপুরি স্বস্তিদায়ক। টোল প্লাজায় দ্রুত সেবা নিশ্চিত করতে সাতটি বুথ সচল রাখা হয়েছে।
এছাড়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশেও ১৩ কিলোমিটারজুড়ে কোনো যানজট নেই, ফলে যাত্রীরা নির্বিঘ্নেই গন্তব্যে পৌঁছাতে পারছেন।