লিবিয়া হয়ে সুমদ্রপথে ইউরোপে পাচারের চেষ্টা, ২ বাংলাদেশি গ্রেপ্তার

লিবিয়া ও বাংলাদেশের মধ্যে সক্রিয় মানব পাচার চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে লিবিয়ার নিরাপত্তা সংস্থা স্ট্যাবিলিটি সাপোর্ট অ্যাপারাটাস (এসএসএ)। গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন লিবিয়ার নাগরিক ও দুইজন বাংলাদেশি।
তারা ১৭ বাংলাদেশি অভিবাসীকে অবৈধভাবে ইউরোপ পাঠানোর পরিকল্পনা করছিল বলে অভিযোগ রয়েছে।
পাচারকারীরা অভিবাসীদের জাওয়ারা শহরে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছিল, সেখান থেকে তাদেরকে বিপজ্জনকভাবে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ পাঠানোর চেষ্টা চলছিল।
তদন্তে জানা গেছে, এই চক্রটি বেনিনা আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে অভিবাসীদের লিবিয়ায় প্রবেশ করাত এবং ত্রিপোলিতে অস্থায়ী আবাসনের ব্যবস্থা করত। এরপর তাদেরকে সুমদ্রপথে ইউরোপে পাঠাত।
আটককৃতরা জিজ্ঞাসাবাদে তাদের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে। তাদের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।