ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ঈদে ঘরমুখো যাত্রা নির্বিঘ্ন, নেই অতিরিক্ত যানবাহনের চাপ

রাজধানী ঢাকা থেকে দক্ষিণ-পশ্চিমমাঞ্চলের প্রবেশপথ হিসেবে পরিচিত ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ঈদে ঘরমুখো যাত্রায় যানবাহন চলাচল নির্বিঘ্ন রয়েছে। স্বাভাবিক সময়ের চেয়ে দূর পাল্লার যানবাহন চলাচল কিছুটা বৃদ্ধি পেলেও এখনও ওই মহাসড়কের কোথাও যানবাহনের অতিরিক্ত চাপ নেই।
পদ্মা সেতুর কল্যাণে এ বছরও এই পথে ঈদ যাত্রা নির্বিঘ্ন। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২৩ জেলার মানুষ দ্রুত সময়ে নির্বিঘ্নে এই মহাসড়ক দিয়ে গন্তব্যে পৌঁছতে পারছে।
এদিকে পদ্মা সেতু টোlল প্লাজার মাওয়া প্রান্তে দ্রুত টোল আদায় করতে সবগুলো বুথ সচল রাখা হয়েছে। যানবাহনগুলো দ্রুত সময়ে সেতু পারাপারের জন্য সাতটি বুথে নিরবচ্ছিন্ন টোল আদায়ের ব্যবস্থা করা হয়েছে।
বরাবরের মতো মোটরসাইকেল চলাচলের জন্য এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতুতে আলাদা লেন নির্ধারণ করে দেওয়া হয়েছে।
এদিকে ঈদযাত্রায় মহাসড়কের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে ইতিমধ্যেই কাজ শুরু করেছে হাইওয়ে পুলিশ। হাঁসাড়া হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ আব্দুল কাদের জিলানী জানান, পদ্মা সেতুর উত্তর প্রান্তের পুরো মহাসড়কে নিরাপত্তায় হাইওয়ে পুলিশের ৮টি ইউনিট কাজ করছে।
পদ্মা সেতু কর্তৃপক্ষ জানায়, গত ২৪ ঘণ্টায় সেতু দিয়ে ২৬ হাজার ৪২৮টি যানবাহন পারাপার হয়েছে। এতে সেতুর উভয় প্রান্তে টোল আদায় হয়েছে ৩ কোটি ২৩ লাখ টাকা।
এর মধ্যে মাওয়া প্রান্ত দিয়ে যানবাহন পারাপার হয়েছে ১৪ হাজার ৯৯২ টি এবং জাজিরা প্রান্ত দিয়ে যানবাহন পারাপার হয়েছে ১১ হাজার ৪৩৬টি।