পদ্মা সেতুর মাওয়া প্রান্তে ৫ গাড়ির সংঘর্ষে আহত ১১

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পদ্মা সেতুর মাওয়া প্রান্তের টোল প্লাজার পাশের খাঁন বাড়ি এলাকায় তিনটি যাত্রীবাহী বাস ও প্রাইভেট কারসহ পাঁচটি যানবাহনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই শিশু ও নারীসহ অন্তত ১১জন আহত হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ১১ টার দিকে পদ্মা সেতুর উত্তর থানা গোলচত্বরে এ দুর্ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়।
পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, শরীয়তপুরের জাজিরা থেকে ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা গোসাইরহাট এক্সপ্রেস নামের একটি যাত্রীবাহী বাসকে ধাক্কা দেয়।
এরপর ধাক্কা লাগে ইলিশ পরিবহনের আরেকটি বাস, একটি প্রাইভেট কারসহ আরও দুটি গাড়ির সঙ্গে সংঘর্ষ হয় ইমাদ পরিবহনের বাসটির। এতে অন্তত ১১ জন আহত হন।
দুর্ঘটনার পর থেকেই ইমাদ পরিবহনের বাসটির চালক ও তার সহকারী পলাতক রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ বলেন, দুর্ঘটনার পর হাইওয়ে পুলিশের সহযোগিতায় ঘটনাস্থল থেকে ক্ষতিগ্রস্ত যানবাহন সরিয়ে নেওয়া হয়েছে। এতে এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক হয়েছে। দুর্ঘটনায় আহতদের অবস্থা গুরুতর নয় বলেও জানিয়েছেন তিনি।
এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন হাঁসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী।