৪ গাড়ির মধ্যে সাংবাদিক শ্যামল দত্ত ট্যাক্স ফাইলে দেখিয়েছেন ১টি, ব্যাংক হিসাব জব্দের নির্দেশ

আয়কর গোয়েন্দা বিভাগ সাংবাদিক শ্যামল দত্তের মালিকানায় চারটি গাড়ির সন্ধান পেয়েছে, যার মধ্যে তিনি তার ট্যাক্স ফাইলে কেবল একটির কথা উল্লেখ করেছিলেন।
ফাইলে উল্লেখ না করা গাড়িগুলোর মধ্যে একটি এক কোটি টাকার বেশি মূল্যের। তবে ফাইলে যে গাড়িটি দেখানো হয়েছে, তার দাম উল্লেখ করা হয় ৩৫ লাখ টাকা।
জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের কাগজ পত্রিকার সাবেক সম্পাদক শ্যামল দত্ত বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে প্রভাবশালী সাংবাদিক হিসেবে পরিচিত ছিলেন।
সূত্র জানায়, মঙ্গলবার (২৫ মার্চ) আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট তার ব্যাংক হিসাব জব্দ করতে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে।
আয়কর গোয়েন্দাদের তদন্তে উঠে এসেছে, তার ব্যাংক হিসাবে জমা হওয়া আয়ের (বেতন) অর্ধেকেরই বেশি তিনি ট্যাক্স ফাইলে উল্লেখ করেননি।
আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট-এর এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান, 'তথ্য যাচাই করে দেখা গেছে, তার নামে চারটি গাড়ি রয়েছে, যার মধ্যে একটি এক কোটি টাকার বেশি মূল্যের। কিন্তু ট্যাক্স ফাইলে দেখিয়েছেন মাত্র একটি।'
তিনি আরও বলেন, '২০২১-২২ অর্থবছরে শ্যামল দত্তের বেতন ছিল ৪৩.৭২ লাখ টাকা, কিন্তু ট্যাক্স ফাইলে দেখিয়েছেন ১৬.৯০ লাখ টাকা। পরের বছর প্রায় ৫০ লাখ টাকা বেতন পেলেও ফাইলে উল্লেখ করেছেন অর্ধেকেরও কম।'
এছাড়া, মার্কেন্টাইল ব্যাংকের এলিফ্যান্ট রোড শাখায় তার নামে থাকা একটি বড় লকারও ফ্রিজ করা হয়েছে বলে জানিয়েছে আয়কর গোয়েন্দা বিভাগ।
গোয়েন্দা কর্মকর্তাদের দাবি, ব্যাংক লেনদেনের তথ্য বিশ্লেষণ করে প্রাথমিক অনুসন্ধানে এসব তথ্য পাওয়া গেছে। তাদের ধারণা, এর বাইরেও তার বিপুল সম্পদ থাকতে পারে, যা উদ্ঘাটনে কাজ চলছে।
এছাড়া, চলতি বছর তার স্ত্রী ৬৮ লাখ টাকা কর পরিশোধ করে একটি ফ্ল্যাটে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগ করেছেন বলেও তথ্য পেয়েছে গোয়েন্দা বিভাগ।