রাজধানীতে পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৩ পুলিশসহ আহত ৫০

মঙ্গলবার (২৫ মার্চ) সচিবালয়ের সামনে বেতন ও বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভরত বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকদের সাথে পুলিশের সংঘর্ষে তিন পুলিশসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ খালিদ মনসুর বলেন, টিএনজেড অ্যাপারেলস, অ্যাপারেল প্লাস ইকো লিমিটেড, রোয়ার ফ্যাশন লিমিটেড, স্টাইল ক্রাফট গার্মেন্টসসহ বিভিন্ন পোশাক কারখানার ৫০০ জন শ্রমিক দুপুরে জাতীয় প্রেস ক্লাব থেকে বেতন, ঈদ বোনাস এবং মাতৃত্বকালীন ছুটির দাবিতে মিছিল বের করে।
তারা শ্রম মন্ত্রণালয়ের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে সচিবালয়ের কাছে লিংক রোডে পুলিশ তাদের বাধা দিলে সংঘর্ষের সূত্রপাত হয়।
তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সাউন্ড গ্রেনেড এবং টিয়ারশেল নিক্ষেপ করতে বাধ্য করে। এতে তিন পুলিশ সদস্যসহ ৫০ জন আহত হন। এক পর্যায়ে তারা ঘটনাস্থল থেকে ছত্রভঙ্গ হয়ে যায়।
ওসি খালিদ বলেন, তিন পুলিশ সদস্য আহত হয়েছেন এবং তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রুহুল আমিন দাবি করেছেন যে সহিংসতার সময় ৪০ জন শ্রমিক আহত হয়েছেন।
তিনি দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষনাও দিয়েছেন।
পুলিশ ও শ্রমিকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের পর পল্টন মোড় এবং এর সংলগ্ন এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।