যুক্তরাষ্ট্র প্রত্যাশা করে বাংলাদেশ মানবাধিকারের নিয়মনীতি মেনে চলবে : মার্কিন পররাষ্ট্র দপ্তর

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস বলেছেন, তাঁর দেশ প্রত্যাশা করে বাংলাদেশ মানবাধিকারের নীতিমালা মেনে চলবে এবং নিজ নাগরিকদের সঙ্গে 'ন্যায্য' আচরণ করবে।
গতকাল (২৪ মার্চ) এক সংবাদ সম্মেলনে বাংলাদেশে উগ্রবাদের উত্থান হচ্ছে এমন অভিযোগের বিষয়ে মন্তব্য চাওয়া হলে ট্যামি ব্রুস একথা বলেন।
এসময় তিনি বলেন, 'আমরা আশা করি প্রতিটি দেশ, অবশ্যই বাংলাদেশ এবং অন্যান্যরা মানবাধিকারের নিয়মনীতি অনুসরণ করবে এবং তাদের নাগরিকরা সরকারের কাছ থেকে যে আচরণ প্রত্যাশা করে– সে সম্পর্কে সচেতন ও নিরপেক্ষ হবে।'