বকেয়া বেতন-বোনাসের দাবি: পল্টনে সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

পাঁচ মাসের বকেয়া বেতন, ঈদ বোনাস, ছুটির টাকাসহ বকেয়া পাওনার দাবিতে গাজীপুরের টি এন জেড গ্রুপের শ্রমিকরা পল্টন বিজয়নগর এলাকা সড়ক বন্ধ করে বিক্ষোভ করছে।
দাবি আদায়ে প্রশাসনকে এক ঘণ্টার আল্টিমেটাম দিয়ে সোমবার (২৪ মার্চ) বিকাল ৪টার দিকে কাকরাইল-পল্টন সড়কে বসে পড়েছেন শ্রমিকরা। এতে যানচলাচল বন্ধ হয়ে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ।
শ্রমিকদের দাবি, তারা সড়কে অবস্থান নিতে চান না। দ্রুত প্রশাসন ব্যবস্থা নিলেই সড়ক থেকে সরে যাবেন।

টিন এন জেড অ্যাপারেলসের শ্রমিক-কর্মচারী নেতা জহিরুল ইসলাম জানান, গত ১৮ মার্চ সব বকেয়া বেতন ও ঈদ বোনাস পরিশোধের কথা ছিল। কিন্তু তার আগেই মালিকপক্ষ গা ঢাকা দিয়েছেন। তাই ন্যায্য পাওনা আদায়ে তারা সড়কে অবস্থান নিয়েছেন।
রাবেয়া বেগম নামের আরেক নারী শ্রমিক বলেন, মালিকপক্ষ আশ্বাস দিলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাই আমাদের বাধ্য হয়ে সড়কে বিক্ষোভ করছেন।