রেকর্ড কন্টেইনার ও কার্গো হ্যান্ডলিং: চট্টগ্রাম বন্দরের কর্মকর্তা-কর্মচারীরা পাবেন ৬০ হাজার টাকা করে প্রণোদনা বোনাস

দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম বন্দরে রেকর্ড কনটেইনার ও কার্গো হ্যান্ডলিংয়ের স্বীকৃতি হিসেবে নৌপরিবহন মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের জন্য এককালীন বিশেষ প্রণোদনা বোনাস ঘোষণা করেছে সরকার।
প্রোডাক্টিভ বোনাস হিসেবে প্রত্যেক কর্মকর্তা-কর্মচারী পাবেন ৬০ হাজার টাকা, যার জন্য মোট ব্যয় হবে ৩০ কোটি ৬৯ লাখ টাকা।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) নিজস্ব তহবিল থেকে বিতরণ করা প্রণোদনা বোনাস অনুমোদন করেছে নৌপরিবহন মন্ত্রণালয়।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক অনুমোদনের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঈদের আগেই যোগ্য সব কর্মকর্তা-কর্মচারীর পাওনা পরিশোধ নিশ্চিত করবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।
নৌপরিবহন কর্তৃপক্ষের ৪ হাজার ১০০ জনেরও বেশি কর্মকর্তা-কর্মচারীসহ নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রায় ১৮০ জন কর্মকর্তা-কর্মচারী এই প্রণোদনা পাবেন বলেও তিনি জানান।
২০২৪ সালে বন্দরে রেকর্ড ব্রেকিং কনটেইনার ও কার্গো হ্যান্ডলিংয়ের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী ওয়ার্কার্স পার্টির (সাবেক সিবিএ) সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোজাহের হোসেন চৌধুরী বলেন, 'আমাদের প্রাথমিক দাবি ছিল জনপ্রতি ৭৫ হাজার টাকা করে প্রণোদনা বোনাস। অনুমোদিত অর্থের পরিমাণ ৬০ হাজার টাকা, এর ফলে চট্টগ্রাম বন্দরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। সবাই খুশি এবং বোনাস বিতরণে বৈষম্য না থাকাটা সব কর্মচারীকে নতুন উদ্যমে কাজ করতে উত্সাহিত করবে।'
চট্টগ্রাম বন্দরের দাপ্তরিক তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত চট্টগ্রাম বন্দর ৩২ লাখ ৭৫ হাজার ৬২৭ টিইইউএস (২০ ফুট সমতুল্য ইউনিট) কনটেইনার এবং ১২ কোটি ৩৯ লাখ ৮৬ হাজার ১৪ টন কার্গো হ্যান্ডলিং করেছে। ২০২৩ সালের তুলনায় কনটেইনার হ্যান্ডলিং ৭.৪২% এবং কার্গো হ্যান্ডলিং ৩.১১% বৃদ্ধি পেয়েছে।
এর ফলে বন্দরেরও উল্লেখযোগ্য আর্থিক প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।
২০২৪ ক্যালেন্ডার বছরের রাজস্ব আয় ৫ হাজার ০৫৫.৯৯ কোটি টাকায় পৌঁছেছে, যা আগের বছরের ৪ হাজার ১৬৫.১৮ কোটি টাকা থেকে ২১.৩৯% বৃদ্ধি পেয়েছে।
রাজস্ব উদ্বৃত্ত দাঁড়িয়েছে ২ হাজার ৯৪৮ কোটি ৯৭ লাখ টাকা, যা ২০২৩ সালের ২ হাজার ১৪৩ কোটি ১০ লাখ টাকা থেকে ৩৭ দশমিক ৬০ শতাংশ বেশি।
এছাড়া, ২০২৪ সালে রাজস্ব ব্যয় হয়েছে ২ হাজার ১০৭ কোটি ২ লাখ টাকা, যা আগের বছরের ২ হাজার ২০২ কোটি ৮ লাখ টাকা থেকে ৪ দশমিক ২০ শতাংশ কম।