আওয়ামী লীগ-জাতীয় পার্টি ছাড়া নির্বাচন নিরপেক্ষ হবে না: জি এম কাদের

আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে নির্বাচন থেকে বাদ দিলে সেটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।
তিনি বলেছেন, আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে বাইরে রেখে নির্বাচন করা মানে দেশের অর্ধেক মানুষকে নিয়ে নির্বাচন করা। এমন নির্বাচনকে অবাধ, সুষ্ঠু বা নিরপেক্ষ বলা যাবে না। জনগণও এমন নির্বাচন মেনে নেবে না।
শনিবার (২২ মার্চ) সন্ধ্যায় রংপুর জেলা পরিষদ কমিউনিটি সেন্টার মিলনায়তনে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
জি এম কাদের বলেন, শেখ হাসিনা প্রতিযোগী কমিয়ে দেওয়ার রাজনীতিতে সফল হয়নি। আপনারাও এ রাজনীতিতে সফল হবেন না।
তিনি আরও বলেন, যেই ক্ষমতায় আসে আর ছাড়তে চায় না। ইলেকশন ম্যানিপুলেট করতে চায়। দেশবাসী ম্যানিপুলেট ইলেকশন মানবে না।
জাতীয় পার্টিকে আওয়ামী লীগের সহযোগী হিসেবে চিহ্নিত করে রাজনৈতিকভাবে বিচ্ছিন্ন করার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
এ সময় জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা, অতিরিক্ত মহাসচিব মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, ভাইস চেয়ারম্যান এস এম ইয়াসির আহমেদ, কেন্দ্রীয় সংস্কৃতিবিষয়ক সম্পাদক আজমল হোসেন লেবু, মহানগর জাতীয় পার্টির সিনিয়র সহসভাপতি লোকমান হোসেন, পীরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি নুরে আলম যাদু মিয়া, যুবসংহতির নেতা নাজিম উদ্দিন প্রমুখ।