গাজা হামলার প্রতিবাদে ইসলামি সংগঠনগুলোর বিক্ষোভ, বায়তুল মোকাররম এলাকায় নিরাপত্তা জোরদার

ফিলিস্তিনের গাজায় বর্বরোচিত হামলার প্রতিবাদে বিভিন্ন গোষ্ঠীর পক্ষ থেকে জুমার নামাজের পর বিক্ষোভ মিছিলের ঘোষণা আসার পর রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।
আজ শুক্রবার (২১ মার্চ) দুপুরে জুমার নামাজ পড়তে আসা মুসল্লিদের বাইতুল মোকাররম মসজিদের ভেতরে প্রবেশের সময় তল্লাশি করছে পুলিশ। মসজিদের প্রবেশ পথে সেনাবাহিনীর সদস্যদেরও অবস্থান করতে দেখা গেছে।

মতিঝিল জোনের সহকারী পুলিশ কমিশনার হুসাইন মুহাম্মদ ফারাবী টিবিএসকে বলেন, খেলাফত মজলিশ, হেফাজত ইসলামসহ বেশ কয়েকটি সংগঠন গাজা ইস্যুতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছেন। এখনো তাদের কর্মসূচি চলমান রয়েছে।
বিক্ষোভকে কেন্দ্র করে যেকোনো অপ্রীতিকর ঘটনা ঠেকাতে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
মুহাম্মদ ফারাবী বলেন, কিছুদিন আগে একটি নিষিদ্ধ সংগঠন কর্মসূচি পালনের চেষ্টা করেছে। কোনো নিষিদ্ধ সংগঠন যেন নাশকতা করতে না পারে, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে এক পুলিশ কর্মকর্তা টিবিএসকে বলেন, ডিএমপি হেডকোয়ার্টারে থেকে দেওয়া নির্দেশনার আলোকে গুলশানের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত ২০০ পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

এছাড়া ভারতীয়, মার্কিন এবং ইউরোপীয় ইউনিয়নের দূতাবাসের সামনে ৩০ থেকে ৪০ জন অতিরিক্ত পুলিশ সদস্য মোতয়েন করা হয়েছে।