জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন, জাতীয় পার্টি নিষিদ্ধসহ ৫ দাবিতে বিক্ষোভের ডাক জামায়াতের

৫ দফা দাবিতে আগামী ১৮ সেপ্টেম্বর ঢাকায়, ১৯ সেপ্টেম্বর অন্যান্য জেলায় এবং ২৬ সেপ্টেম্বর সারা দেশে বিক্ষোভের ডাক দিয়েছে জামায়াতে ইসলামী।
আজ (১৫ সেপ্টেম্বর) মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে এই কর্মসূচি ঘোষণা করেন দলটির নায়েবে আমীর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
তিনি বলেন, 'জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া গণঅভ্যুত্থান ব্যর্থতায় পর্যবসিত হতে পারে।'
এই একই দাবিতে অনেক দলই আন্দোলনে নামতে পারে বলে উল্লেখ করেন তিনি।
এই কর্মসূচির বিষয়ে জুলাইয়ের চেতনায় বিশ্বাসী দলগুলোর সাথে আলোচনা চলছে বলেও জানান জামায়াতের নায়েবে আমীর।
জামায়াতের পাঁচ দফা দাবি:
১. জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা।
২. আগামী জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা।
৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্যে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা।
৪. ফ্যাসিস্ট সরকারের সব জুলুম, নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা।
৫. স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।