২,৩৭৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে আইএফআইসি ব্যাংকের চার কর্মকর্তাকে দুদকের জিজ্ঞাসাবাদ

পাঁচ ভুয়া প্রতিষ্ঠানকে ঋণ পাইয়ে দেওয়ার নামে ২ হাজার ৩৭৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে আইএএফআইসি ব্যাংকের চার কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আখতারুল ইসলাম আজ বুধবার দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে এ তথ্য নিশ্চিত করেছেন।
যে প্রতিষ্ঠানগুলোর নামে ঋণ নেওয়া হয়েছিল, সেগুলোর মধ্যে রয়েছে এভারেস্ট এন্টারপ্রাইজ লিমিটেড, গ্লোয়িং কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড, ভিস্তা ইন্টারন্যাশনাল লিমিটেড ও স্কাইমার্ক ইন্টারন্যাশনাল।
এর আগে গত ৪ মার্চ ওই চার কর্মকর্তাকে তাদের জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট এবং প্রাসঙ্গিক নথিপত্রসহ দুদকের কার্যালয়ে হাজির হওয়ার জন্য তলব করা হয়।