গুম কমিশনের মেয়াদ ৩০ জুন পর্যন্ত বাড়ল

গুম হওয়া ব্যক্তিদের অনুসন্ধানে গঠিত তদন্ত কমিশনের মেয়াদ আগামী ৩০ জুন পর্যন্ত বাড়িয়েছে সরকার।
১৭ মার্চ তারিখের গেজেট প্রজ্ঞাপনে জানানো হয়েছে, কমিশনের মেয়াদ ১৫ মার্চ থেকে আগামী ৩০ জুন পর্যন্ত বাড়ানো হলো। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বিষয়টি আজ (১৮ মার্চ) জানানো হয়।
এর আগে, গত বছরের আগস্টে বিভিন্ন গোয়েন্দা সংস্থাসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্বারা জোরপূর্বক গুম হওয়া ব্যক্তিদের সন্ধান, শনাক্তকরণ ও তারা কোন পরিস্থিতিতে গুম হয়েছিলেন তা তদন্ত করতে ৫ সদস্যের কমিশন গঠন করে অন্তর্বর্তীকালীন সরকার।
হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গঠিত কমিশনের অপর ৪ সদস্য হলেন- হাইকোর্টের অবসরপ্রাপ্ত অতিরিক্ত বিচারক মো. ফরিদ আহমেদ শিবলী, মানবাধিকার কর্মী নূর খান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাবিলা ইদ্রিস ও মানবাধিকার কর্মী সাজ্জাদ হোসেন।