সংস্কার কার্যক্রম নিয়ে যা বললেন জাতিসংঘ মহাসচিব

অন্তর্বর্তী সরকারের নেওয়া সংস্কার কার্যক্রমের প্রসঙ্গ উল্লেখ করে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আরও বেশি গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের সমৃদ্ধ ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন।
তিনি বলেছেন, আপনাদের জাতীয় যাত্রার এই গুরুত্বপূর্ণ মুহূর্তে বাংলাদেশে আসতে পেরে আমি বিশেষভাবে আনন্দিত। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে দেশ যেহেতু উল্লেখযোগ্য একটি পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে, তাই আমি আরও বেশি গণতন্ত্র, ন্যায়বিচার এবং জনগণের সমৃদ্ধ ভবিষ্যতের বিষয়ে আশাবাদী।
আজ শনিবার (১৫ মার্চ) মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে এক যৌথ সংবাদ ব্রিফিংয়ে গুতেরেস এ কথা বলেন।
এক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকার কথা তুলে ধরে জাতিসংঘ মহাসচিব বলেন, এটি বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। একটি ন্যায়সঙ্গত, অন্তর্ভুক্তিমূলক ও সমৃদ্ধ ভবিষ্যতের দিকে আপনার প্রচেষ্টা সমর্থন করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই তার ভূমিকাটুকু পালন করতে হবে।
তিনি আরও বলেন, দেশ যেহেতু গুরুত্বপূর্ণ সংস্কার ও পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে, আমি আপনাকে আশ্বস্ত করতে চাই যে জাতিসংঘ শান্তি, জাতীয় সংলাপ, আস্থা ও পুনর্মিলন জোরদারে সহায়তা করতে প্রস্তুত। আপনি জাতিসংঘকে একটি দৃঢ় অংশীদার হিসেবে গণ্য করতে পারেন, যেটি সবার জন্য একটি টেকসই ও ন্যায়সঙ্গত ভবিষ্যৎ গড়ে তুলতে বাংলাদেশের জনগণের সঙ্গে কাজ করবে।
গুতেরেস রোহিঙ্গা সংকটে বাংলাদেশের উদারতার বিষয়টি বিশেষভাবে উল্লেখ করেন।