তারা ভেবেছিল দুই-তিনটা আসন দেখিয়ে গণ-অভ্যুত্থানের শক্তিকে কিনে নেবে: নাহিদ

জাতীয় সংসদে দুই-তিনটি আসনের লোভ দেখিয়ে গণঅভ্যুত্থানের শক্তিকে কেনা যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
তিনি বলেন, 'তারা ভেবেছিল, দুই-তিনটি আসন ও ক্ষমতার ভাগ বাটোয়ারার লোভ দেখিয়ে গণঅভ্যুত্থানের শক্তিকে কিনে নেবে। কিন্তু বিপ্লবী শক্তিকে কেনার সাধ্য বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের নেই।'
শনিবার (১২ জুলাই) দুপুরে সাতক্ষীরা শহরের আসিফ চত্বরে আয়োজিত পথসভায় এসব কথা বলেন তিনি।
নাহিদ বলেন, 'আমরা দেশে সংস্কার, বিচার ও নতুন সংবিধান চেয়েছি। কিন্তু যারা পুরোনো বন্দোবস্ত, চাঁদাবাজি ও সন্ত্রাসকে টিকিয়ে রাখতে চায়, তাদের উদ্দেশ্য এখনো স্পষ্ট। আমরা বলেছি, গণঅভ্যুত্থানে এত মানুষের জীবনদানের পর আগের রাজনীতি সহজে ফিরিয়ে আনা যাবে না। গণঅভ্যুত্থানের শক্তি এখনো মাঠে আছে, তাদের গর্জন এখনো শোনা যায়।'
তিনি বলেন, 'বলছে দরজা খোলা আছে। আমরা বলেছি, ৫ আগস্ট আমরা দরজা খুলে দিয়েছিলাম। হাসনাত আব্দুল্লাহ বলেছিলেন, এই গণঅভ্যুত্থানের নেতারা আপনাদের জন্য দরজা খুলে দিয়েছিলেন। আমরা জাতীয় সরকার গঠনের আহ্বান জানিয়েছিলাম, যাতে সব বিভাজনের ঊর্ধ্বে উঠে দেশ পুনর্গঠনের কাজ শুরু করা যায়। কিন্তু তারা সে প্রস্তাবে সায় দেয়নি। বরং বলেছিল তিন মাস বা ছয় মাসের মধ্যে নির্বাচন দিতে হবে। ক্ষমতার ভাগ-বাটোয়ারা ছাড়া দেশের সংস্কার নিয়ে তাদের কোনো আগ্রহ ছিল না। আমরা বলেছি, নির্বাচনী ভাগ-বাটোয়ারা নয়, দেশ সংস্কারের পথ এখনো খোলা।'
সাতক্ষীরার সমস্যা তুলে ধরে নাহিদ বলেন, 'এখানকার শিক্ষাব্যবস্থা, স্বাস্থ্য ও যোগাযোগব্যবস্থায় চরম অব্যবস্থা চলছে। রেলসংযোগের সুবিধা নেই, সুন্দরবন উপকূলীয় অঞ্চল ঝুঁকিতে রয়েছে। জলবায়ু ইস্যুতে এনসিপি কাজ করবে। চাঁদাবাজদেরকে ভয় পাওয়ার কিছু নেই। আমরা যদি স্বৈরাচারী শেখ হাসিনাকে দিল্লিতে পাঠাতে পারি, তবে দেশের ছাত্র-তরুণরা চাঁদাবাজদের ভয় পাবে না। নতুন করে প্রস্তুতি নিতে হবে, বৈষম্যবিরোধী ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হবে।'
তিনি আরও বলেন, 'চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে আমরা ইশতেহার দেবো, জুলাইয়ের ঘোষণাপত্র আদায় করবো।'
পথসভায় এনসিপির উত্তরের মুখ্য সংগঠক সরজিস আলম বলেন, 'এই জুলাইয়ে চব্বিশের জুলাইয়ের বিরুদ্ধে গিয়ে চাঁদাবাজ ও দখলদারদের রাজস্ব কায়েম হয়েছে। পাথর দিয়ে পিষে মানুষ মারা হচ্ছে, মৃতদেহের ওপর নৃত্য করা হচ্ছে। এই জুলাইয়ে আমরা বাংলাদেশের সব দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি।'
পথসভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী, এনসিপি নেতাকর্মীরা অংশ নেন। এর আগে শহরের নারকেলতলা মোড় থেকে পদযাত্রা করে আসিফ চত্বরে পথসভায় যোগ দেন কেন্দ্রীয় নেতাকর্মীরা।