আগামীকাল জাতীয় ঐকমত্য কমিশনের সংবাদ সম্মেলন

সরকারের গঠিত ছয়টি সংস্কার কমিশনের সুপারিশগুলো পর্যালোচনা ও গ্রহণ করার লক্ষ্যে গঠিত জাতীয় ঐকমত্য কমিশন আগামীকাল সোমবার (১০ মার্চ) একটি সংবাদ সম্মেলন করবে।
এদিন সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনের এলডি হলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে। আজ রোববার (৯ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
তবে সংবাদ সম্মেলনের বিষয়বস্তু সম্পর্কে এতে বিস্তারিত কিছু জানানো হয়নি।
গত ৩ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে সাত সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়।
ছয় সংস্কারের কমিশনের করা সুপারিশগুলোর বিষয়ে তাদের মতামত চেয়ে সম্প্রতি রাজনৈতিক দলগুলোকে চিঠি দিয়েছে ঐকমত্য কমিশন।
সংস্কারের প্রতিটি সুপারিশের বিষয়ে রাজনৈতিক দলগুলো– সম্মতি, আংশিক সম্মতি বা অসম্মতি জানাতে পারবে।
আগামী ১৩ মার্চের মধ্যে রাজনৈতিক দলগুলোকে তাদের মতামত স্প্রেডশিটে যুক্ত করে জমা দিতে বলা হয়েছে।