দুটি নতুন ইলেকট্রিক বাইক নিয়ে এল রিভো, দাম ১ লাখের মধ্যে

শনিবার রাজধানীতে দুটি নতুন মডেলের ইলেকট্রিক বাইক—রিভো এ১০ ও রিভো এ১২—উন্মোচন করেছে রিভো বাংলাদেশ ।
শহরে যাতায়াতের জন্য স্টাইলিশ ও কার্যকরী রিভো এ১০-এর দাম রাখা হয়েছে ৭৯ হাজার ৯০০ টাকা। আর রিভো এ১২-এর দাম পড়বে ৯৯ হাজার ৯০০ টাকা।
রিভো এ১০-এ ব্যবহৃত হয়েছে অত্যাধুনিক 'পিউর গ্রাফিন ব্যাটারি'। একবার চার্জে এ মডেলের বাইক ৬৫ থেকে ৭৫ কিলোমিটার পর্যন্ত চলতে পারবে।
নিরাপত্তা ও সুবিধার দিকে নজর রেখে ডিজাইন করা রিভো এ১০-এর সর্বোচ্চ গতি ঘণ্টায় ৩৫ কিলোমিটার। বাংলাদেশের নির্বাহী পরিচালক ভ্যান নি বলেন, বিশেষ করে তরুণদের জন্য এই মডেল হবে ব্যয়সাশ্রয়ী ও পরিবেশবান্ধব যাতায়াতের মাধ্যম।
অন্যদিকে রিভো এ১২ মূলত পেশাদার ও কর্পোরেট ব্যবহারকারীদের জন্য তৈরি করা হয়েছে। এতে রয়েছে ৬০ ভোল্টের ২৬ অ্যাম্পিয়ার আওয়ারের পিউর গ্রাফিন ব্যাটারি এবং ১,০০০ ওয়াট সক্ষমতার শক্তিশালী মোটর।
ভিভো এ১২ একবার চার্জে ৭৫ থেকে ৮৫ কিলোমিটার পর্যন্ত চলতে পারবে। এর সর্বোচ্চ গতি ঘণ্টায় ৪৭ কিলোমিটার। ফলে এ মডেল দীর্ঘ পথের জন্য কার্যকর ও জ্বালানি-সাশ্রয়ী বাহন হবে বলে মন্তব্য করেন ভ্যান নি।
তিনি আরও বলেন, 'বাংলাদেশের বাজারের চাহিদা মিটাতে আমরা আমাদের পণ্যগুলো নিয়মিত আপগ্রেড ও উন্নত করছি।'
রিভো এ১২-এ আগের মডেল এ০১ থেকে বড় আপগ্রেড করা হয়েছে। গ্রাহকদের মতামতের ভিত্তিতে এতে উন্নত প্রযুক্তি সংযোজন করা হয়েছে, যাতে আরও ভালো রাইডিং রেঞ্জ ও পারফরম্যান্স নিশ্চিত করা যায়।
কম খরচে যাতায়াতের সুবিধার কথা উল্লেখ করে প্রতিষ্ঠানটি জানায়, এই বাইকগুলোর ব্যাটারি চার্জ করতে ২০ টাকারও কম খরচ হবে।