চট্টগ্রামে সৈকতে ঘুরতে গিয়ে ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ কলেজছাত্রীর

চট্টগ্রামের সীতাকুণ্ডে গুলিয়াখালী সমুদ্রসৈকতে ঘুরতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন এক কলেজছাত্রী।
আজ (৮ মার্চ) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান ওই শিক্ষার্থী।
স্থানীয়রা তাকে উদ্ধার করে সীতাকুণ্ড থানায় খবর দিলে বেলা ৩টার দিকে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে কলেজছাত্রীকে উদ্ধার করে।
ধর্ষণের কোন ঘটনা ঘটেনি দাবি করে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজিবুর রহমান সাংবাদিকদের বলেন, 'ভুক্তভোগী আমাদের জানিয়েছেন স্থানীয় কয়েকজন বখাটে তাকে জোর করে বনের দিকে নিয়ে যাওয়ার সময় তার সাথে থাকা ভাই এবং বন্ধু চিৎকার করলে বখাটেরা পালিয়ে যায়।'
স্থানীয়দের ধারণ করা ভুক্তভোগী তরুণীর জবানবন্দির একটি ভিডিও টিবিএস'র হাতে এসেছে। এতে তরুণীকে বলতো শোনা যায় চারজনে মিলে তাকে ধর্ষণ করে।
ভুক্তভোগীর মুখে আঘাতের চিহ্ন সম্পর্কে জানাতে চাইলে তিনি বলেন, 'ভুক্তভোগীর হেফাজতে নিয়ে ডাক্তারী পরীক্ষার করার পর আইনানুগ ব্যাবস্থা নেয়া হবে। এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ অভিযান পরিচালনা করছে।'
স্থানীয়রা জানিয়েছেন, শনিবার দুপুরে তার এক বন্ধু ও ছোট ভাইয়ের সঙ্গে গুলিয়াখালী সৈকত এলাকায় ঘুরতে যান ওই শিক্ষার্থী। ওই এলাকার বেড়িবাঁধ পার হওয়ার সময়, চার যুবক তাকে জোর করে উপকূলীয় বনের বাগান এলাকায় নিয়ে যায়।
স্থানীয়রা তাকে উদ্ধার করার আগে বখাটেরা ঐ ছাত্রীর বন্ধুকে মারধর করে এবং গাছে বেঁধে রাখে বলে অভিযোগ করা হয়।