মাগুরার সেই শিশুকে সিএমএইচে স্থানান্তর, বোনের স্বামী-শ্বশুরসহ গ্রেপ্তার ৪

মাগুরায় 'ধর্ষণের' শিকার আট বছরের সেই শিশুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়েছে। এদিকে ঘটনার তিন দিন পর করা মামলায় শিশুটির বোনের স্বামী, শ্বশুরসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শনিবার বিকেলে শিশুটিকে সিএমএইচে স্থানান্তর করা হয় জানান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক আশরাফুল আলম।
তিনি বলেন, শারীরিক অবস্থা আরও অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য মেডিকেল বোর্ডের পরামর্শে ও সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ নির্দেশনায় শিশুটিকে সিএমএইচে নেওয়া হয়েছে। আজ বিকাল ৫টার দিকে একটি কার্ডিয়াক অ্যাম্বুলেন্সে শিশুটিকে সিএমএইচে নেওয়া হয়। এ সময় শিশুটির সঙ্গে একদল চিকিৎসক ছিলেন। মেডিকেল বোর্ডের পরামর্শে তার সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হওয়া হচ্ছে।
এর আগে দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, শিশুটির অবস্থা আশঙ্কাজনক। সে লাইফ সাপোর্টে আছে।
বোনের স্বামী, শ্বশুরসহ গ্রেপ্তার ৪
এদিকে ঘটনার তিনদিন পর করা মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন, শিশুটির ভগ্নিপতি সজিব হোসেন (১৮), বোনের শ্বশুর হিটু মিয়া (৪২), সজিবের ভাই রাতুল শেখ (১৭) এবং বোনের শাশুড়ি জাবেদা বেগম (৪০)।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম বলেন, আজ ওই শিশুর মা বাদী হয়ে সদর থানায় চারজনের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলা করেছেন।
জেলা পুলিশ সুপার মিনা মাহমুদা বলেন, এরই মধ্যে মামলার তদন্ত শুরু হয়েছে।
গত বৃহস্পতিবার (০৬ মার্চ) দুপুরে মাগুরা শহরতলীর নিজনান্দুয়ালী গ্রামে বোনের বাড়ি বেড়াতে গিয়ে আট বছরের শিশুটি ধর্ষণের শিকার হয় বলে অভিযোগ ওঠে।